আলোর প্রদীপ নারী উন্নয়ন সমিতির নির্বাচন সম্পন্ন নাজমা-সভাপতি, রেশমা-সাধারণ সম্পাদক
সৈয়দপুর প্রতিনিধি, নীলফামারী:
আলোর প্রদীপ নারী উন্নয়ন সমিতির কার্যনির্বাহী পরিষদের সাধারণ নির্বাচন গত ৯ আগস্ট মুন্সীপাড়া জোড়াপুকুর সমিতির অফিস প্রাঙ্গণে বেলা ১২টা হইতে ৪টা পর্যন্ত নির্বাচন অনুষ্ঠিত হয়। সুষ্ঠু ও নিরপেক্ষভাবে এ নির্বাচনে পর্যবেক্ষক হিসাবে দায়িত্ব পালন করেন এ্যাডভোকেট এস.এম ওবায়দুল রহমান, জজ কোর্ট, নীলফামারী ও সাবেক সৈয়দপুর উপজেলা চেয়ারম্যান, রিটার্নিং অফিসার হিসাবে মো. মহাবুব-উল-হাসান (মুকুল) সভাপতি জনকল্যাণ সঞ্চয় ও ঋণ দান সমবায় সমিতি লিঃ ও দপ্তর সম্পাদক সৈয়দপুর রিপোর্টার্স ইউনিটি, প্রিজাইডিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করেন নুর মো. ওয়ালী উর রহমান (রতন) যুগ্ম সম্পাদক সৈয়দপুর রিপোর্টার্স ইউনিটি। গণতান্ত্রিক প্রক্রিয়ায় ব্যালটের মাধ্যমে শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে নির্দিষ্ট সময়ের মধ্যে ভোট গ্রহণ শেষ হলে পর্যবেক্ষক ও রিটার্নিং অফিসার সকলের উপস্থিতিতে ফলাফল প্রকাশ করেন। নির্বাচিতরা হলেন মোছাঃ নাজমা সভাপতি, মোছাঃ বিউটি সহ-সভাপতি, মোছাঃ রেশমা সাধারণ সম্পাদক, মোছাঃ লাইলি সহ-সাধারণ সম্পাদক, আকতার বানু কোষাধ্যক্ষ, সিদ্দিকা সাংগঠনিক সম্পাদক, শহিদা দপ্তর সম্পাদক, মিনা প্রচার সম্পাদক, রশিদা কার্যকরী সদস্য, নাজমি কার্য্যকরী সদস্য, লাইলা আঞ্জুমান কার্যকরী সদস্য।