Connecting You with the Truth

আশাশুনিতে আ’লীগের দু’গ্র“পের সংঘর্ষে আহত ৮

 সাতক্ষীরা প্রতিনিধি:  

সাতক্ষীরার আশাশুনি উপজেলায় নির্বাচনী বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু’গ্র“পের মধ্যে সংঘর্ষে ৮ জন আহত হয়েছে। এসময় ১০টি হাত বোমার বিস্ফোরণ ঘটনো হয়। শুক্রবার সকাল ৮টার দিকে উপজেলার গদাইপুর গ্রামে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান,  উপজেলা নির্বাচনের পর থেকে বর্তমান উপজেলা চেয়ারম্যান অওয়ামী লীগ নেতা এবিএম মোস্তাকিম গ্র“প ও খাজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছাত্রলীগ নেতা এস এম শাহনেওয়াজ ডালিম গ্র“পের মধ্যে বিরোধ চলে আসছিল।  এরই জের ধরে শুক্রবার সকালে গদাইপুর মৎস্য সেট এলাকায় দু’গ্র“পের সমর্থকদের মধ্যে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় কমপক্ষে ১০টি বোমা বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টির চেষ্টা চালানো হয়। বোমার আঘাতে উভয়পক্ষের তোহিদুল, জামানসহ অন্তত ৮ জন আহত হয়। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।  আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Comments
Loading...