দেশজুড়ে
আশুলিয়ায় জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
জাতীয় শোক দিবস উপলক্ষে আশুলিয়া থানা যুবলীগের উদ্যোগে আলোচনা সভা, মিলাদ-মাহফিল ও বৃক্ষ রোপণ কর্মসূচির আয়োজন করা হয়। ৩০ শে আগস্ট শনিবার বিকেলে জিরানীর টেংগুরী এলাকার দারুল উলূম মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ডাঃ এনামুর রহমান। শিমুলিয়া ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক এ কাদের শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিতব্য আয়োজনটির সার্বিক পরিচালনা ছিলেন শিমুলিয়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহ্বায়ক শাখাওয়াত হোসেন শওকত। সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ১৫ আগস্টে যারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারবর্গকে নির্মমভাবে হত্যা করেছে, তাদের যথাযথ শাস্তি এ বাংলার মাটিতেই হবে। প্রধান বক্তা বঙ্গবন্ধুর আত্মজীবনি উপস্থিত সকলের সম্মুখে তুলে ধরেন। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী-যুবলীগের সাংগঠনিক সম্পাদক ফারুক হাসান তুহিন, ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মির্জা ও আশুলিয়া থানা যুবলীগের প্রতিষ্ঠাতা সভাপতি মোয়াজ্জেম হোসেন দুলাল, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন খানসহ অন্যান্য ব্যক্তিবর্গ। পরিশেষে বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতের পরে গণভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়। এদিকে, একই সময় নয়ারহাট এলাকায় যুগী জঙ্গলে আশুলিয়া থানা কৃষকলীগের উদ্যোগে প্রধান অতিথি ঢাকা জেলা আ.লীগের সহ সভাপতি আলহাজ্ব ফিরোজ কবিরের উপস্থিতিতে এক আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। আশুলিয়া থানা কৃষকলীগের প্রতিষ্ঠাতা সভাপতি মতিয়ার রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানটির সার্বিক পরিচালনা করেন, আশুলিয়া থানা কৃষক লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মহ্সিন করিম। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা কৃষকলীগের সভাপতি মিয়া আব্দুর রহিম ও আশুলিয়া থানা শ্রমিক লীগের সভাপতি মমীনুল হকসহ আরো অনেকে। পরিশেষে প্রধান অতিথি সকলকে ঔষধী বৃক্ষ রোপণের জন্য একটি করে চারা গাছ প্রদান করেন।
-
আন্তর্জাতিক8 years ago
গ্রিস প্রধানমন্ত্রীর পদত্যাগের ঘোষণা
-
আন্তর্জাতিক8 years ago
যুক্তরাষ্ট্রে দুটি বিমানের সংঘর্ষে ৪ জনের মৃত্যু
-
স্বাস্থ্য7 years ago
গলা ব্যথার কারণ ও চিকিৎসা
-
দেশজুড়ে8 years ago
আজ চন্দ্র গ্রহন সন্ধা ৬টা ১২ মিনিট থেকে রাত ৮ টা ৫৯ মিনিট পর্যন্ত
-
বিবিধ9 years ago
আর অটো রিক্সা নয় এবার অবিশ্বাস্য কম দামের গাড়ি!
-
জাতীয়7 years ago
আন্তর্জাতিক নারী দিবস আজ
-
জাতীয়8 years ago
স্বাধীনতা যুদ্ধের পটভূমি ও মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা
-
ফিচার8 years ago
বাংলাদেশের ৬৪ জেলার নামকরণের ইতিহাস