আশুলিয়ায় বাস চাপায় নিহত ১
মশিউর রহমান, আশুলিয়া:
আশুলিয়ায় প্রাইভেটকারের সাথে ধাক্কা খেয়ে বাসের নিচে চাপা পড়ে পোশাক কারখানার এক নিরাপত্তা কর্মী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। রবিবার রাত সাড়ে ৯টার দিকে আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কের কবিরপুর এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। প্রাথমিকভাবে ওই নিরাপত্তাকর্মীর নাম পরিচয় পাওয়া না গেলেও জানা গেছে সে শিল্পাঞ্চলের কবিরপুর এলাকার পল্মল গ্র“পের একটি তৈরি পোশাক কারখানায় নিরাপত্তা প্রহরী হিসেবে কর্মরত ছিল। প্রত্যক্ষদর্শীরা জানায়, নিহত ওই নিরাপত্তাকর্মী নবীনগর-চন্দ্রা মহাসড়কের কবিরপুর নামক স্থানে রাস্তা পার হওয়ার সময় ঢাকাগামী একটি দ্রুত গতির প্রাইভেটকার তাকে প্রথমে ধাক্কা দেয়। এসময় সে মহাসড়কের উপরে ছিটকে পড়ে গেলে পিছনে থাকা অপর একটি দ্রুত গতির বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ বদরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।