দেশজুড়ে
আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভের মুখে অনির্দিষ্টকালের জন্য পোশাক কারখানা বন্ধ
মশিউর রহমান, আশুলিয়া:
আশুলিয়ার একটি সোয়েটার কারখানা শ্রমিক বিক্ষোভের মুখে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। মঙ্গলবার সকালে আশুলিয়ার শিমুলতলা এলাকার সোনিয়া গ্র“পের ‘সোনিয়া ফাইন নিট’ নামের একটি পোশাক কারখানায় এ ঘটনা ঘটে।
লিটন, জাকির ও সুমিসহ ঐ কারখানার একাধিক শ্রমিক জানায়, আশুলিয়ার শিমুলতলা এলাকার সোনিয়া ফাইন নিট কারখানার লিংকিং ও সুইং সেকশনের প্রায় আটশত শ্রমিক কারখানা কর্তৃপক্ষের কাছে বেশ কিছু দিন যাবৎ এ গ্রেডে বেতন প্রদান, ঈদ বোনাস, শ্রমিক ছাঁটাই বন্ধকরণ ও বাৎসরিক ছুটির টাকা প্রদানসহ চার দফা দাবি জানিয়ে আসছিলেন। তবে তাদের দাবিতে কর্তৃপক্ষের কোন সাড়া না পেয়ে গত সোমবার সকালে শ্রমিকরা কারখানায় প্রবেশের পর উৎপাদন প্রক্রিয়া বন্ধ রেখে কর্মবিরতি পালন করার সিদ্ধান্ত নেয়। পরে বিকেলের দিকে কারখানাটিতে সাধারণ ছুটি ঘোষণা করলে শ্রমিকরা তাদের কর্মস্থল ত্যাগ করে। এদিকে মঙ্গলবার সকালে শ্রমিকরা কাজের উদ্দেশ্যে কারখানায় পৌঁছালে সুইং ও লিংকিং সেকশনে অনির্দিষ্টকালের জন্য বন্ধের নোটিশ দেখতে পেয়ে ক্ষিপ্ত হয়ে উঠে। এক পর্যায়ে তারা কারখানার সামনেই অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করলে খবর পেয়ে শিল্পাঞ্চল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের কারখানার সামনে থেকে সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এ ব্যাপারে আশুলিয়া শিল্পাঞ্চল থানা পুলিশের পরিচালক মোস্তাফিজুর রহমান শ্রমিক অসন্তোষের প্রেক্ষিতে সংঘটিত ঘটনাগুলোর সত্যতা নিশ্চিত করে বলেন, শ্রমিকদের চার দফা দাবির মুখে কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। তবে যে কোন অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।
দেশজুড়ে
শেরপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
Highlights
পাটগ্রামে আবারো বিএসএফের গুলিতে বাংলাদেশী তরুণ নিহত
Highlights
অধিকার আদায়ে শেরপুর প্রেসক্লাবে তালা দিয়ে সাংবাদিকদের অবস্থান কর্মসূচি পালন
-
আন্তর্জাতিক8 years ago
গ্রিস প্রধানমন্ত্রীর পদত্যাগের ঘোষণা
-
আন্তর্জাতিক8 years ago
যুক্তরাষ্ট্রে দুটি বিমানের সংঘর্ষে ৪ জনের মৃত্যু
-
স্বাস্থ্য7 years ago
গলা ব্যথার কারণ ও চিকিৎসা
-
দেশজুড়ে8 years ago
আজ চন্দ্র গ্রহন সন্ধা ৬টা ১২ মিনিট থেকে রাত ৮ টা ৫৯ মিনিট পর্যন্ত
-
বিবিধ9 years ago
আর অটো রিক্সা নয় এবার অবিশ্বাস্য কম দামের গাড়ি!
-
জাতীয়7 years ago
আন্তর্জাতিক নারী দিবস আজ
-
জাতীয়8 years ago
স্বাধীনতা যুদ্ধের পটভূমি ও মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা
-
ফিচার8 years ago
বাংলাদেশের ৬৪ জেলার নামকরণের ইতিহাস