আশুলিয়া প্রেস ক্লাবের সভাপতি শহীদুল্লাহ মুন্সীর মায়ের পরলোকগমন
মো. মশিউর রহমান, আশুলিয়া:
রাজধানী লাগোয়া আশুলিয়া প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক খবরপত্রের সাংবাদিক শহীদুল্লাহ মুন্সীর মা রয়মন নেছা (৭৫) গত বৃহস্পতিবার দিবাগত রাত ২টার সময় আশুলিয়াস্থ মির্জানগর এলাকার গণস্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহ……….রাজিউন)। মৃত্যুকালে তিনি ৪ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। শুক্রবার বেলা ১১টায় জানাজা শেষে তাকে পারিবারিক কবর স্থানে সমাহিত করা হয়। তার মৃত্যুতে আশুলিয়া প্রেস ক্লাবের ইলিট্রনিক মিডিয়া ও প্রিন্ট মিডিয়ার সকল গণমাধ্যম কর্মীরা গভীর শোক প্রকাশ করেন।