Connecting You with the Truth

আসছেনা পাওলি

b-3বিনোদন ডেস্ক:
বেশ কয়েকবার পাওলি দামের ঢাকায় আসার খবর শোনা গেলেও শেষ পর্যন্ত অনিশ্চিত হয়ে পড়েছে তার ঢাকায় আগমন। কারণ আর কিছুই নয়, সত্তা ছবিতে তার নায়ক শাকিব খানের শিডিউল না মেলাতেই ছবিটির বাকি কাজে অংশ নিতে পারছেন না তিনি। গত বছরের শেষের দিকে হাসিবুর রেজা কল্লোল শুরু করেন তার নতুন ছবি ‘সত্তা’র কাজ। এ পর্যন্ত তিন লটের কাজ শেষ করতে পারলেও এখন শিডিউল মিলছে না শাকিব খানের। যেখানে টানা কাজ করলে একটি ছবির শ্যুটিং এক থেকে দুই মাসেই শেষ হয়ে যায় সেখানে বেশ কয়েকমাস কেটে গেলেও সত্তা ছবির কাজ শেষ হচ্ছে না। কারণ আর কিছুই নয় শাকিব খানের শিডিউল জটিলতা। অবশ্য এ নিয়ে খুব একটা আক্ষেপ নেই পরিচালকের। তিনি বলেন, ‘পাওলিকে ঢাকায় কখন আনবো তা এখনি বলতে পারছি না। শাকিব খানের শিডিউলের অপেক্ষায় আছি। তিনি শিডিউল দিলে এ মাসেই চতুর্থ লটের কাজ শুরু করবো।’ তবে শাকিব খানের একটি ঘনিষ্ঠসূত্র বলেন, ‘আসছে ঈদ উপলক্ষে বেশকিছু ছবি মুক্তি পেতে পারে। এ ছবিগুলোর কাজ নিয়েই শাকিব খান ব্যস্ত হয়ে পড়বেন। ফলে অসমাপ্ত ছবিগুলোর জন্য শিডিউল নাও দিতে পারেন। এ চক্রে আটকে যেতে পারে শামীম আহমেদ রনি পরিচালিত ‘মেন্টাল’ ছবির কাজও।’ বর্তমানে শাকিব খান শাহীন সুমন পরিচালিত ‘লাভ ম্যারেজ’ ছবির কাজ নিয়ে কক্সবাজারে ব্যস্ত সময় পার করছেন। ছবিটি প্রযোজনা করছেন তাপসী ঠাকুর।

Comments
Loading...