আসন্ন ইউপি নির্বাচনে হাতীবান্ধায় জাপা’র চেয়ারম্যান প্রার্থী চূড়ান্ত

Japa Hatibandhaজাহাঙ্গীর আলম রিকো, হাতীবান্ধা: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা শাখা জাতীয় পার্টি কর্তৃক আয়োজিত এক আলোচনা সভা শনিবার পার্টির কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
পার্টির উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি আবুল কাশেম মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেব্ বক্তব্য রাখেন, পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য আলহাজ্ব এমজি মোস্তফা, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মহিউল আহম্মেদ মহি, স্বাগত বক্তব্য রাখেন পার্টির ভারপ্রাপ্ত উপজেলা সম্পাদক আরিফ শাহরিয়ার সিজার, অন্যান্যদের মধ্যে সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিলন, ছাত্র সমাজের সভাপতি জাহাঙ্গীর আলম রিকো, সম্পাদক আনোয়ার হোসেন প্রমূখ। সভায় ১২ ইউনিয়নের সভাপতি সম্পাদক সহ অন্যান্যনেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে ১২ ইউনিয়নের মধ্যে ১০ ইউনিয়নে দলীয় চেয়ারম্যান প্রার্থী বাচাই চূড়ান্ত করা হয়েছে। তারা হলেন, সিংগীমারী ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব এমজি মোস্তফা, টংভাঙ্গা ইউনিয়নে মিজানুর রহমান মিলন, পাটিকাপাড়া ইউনিয়নে ডা: সেকেন্দার আলী, ডাউয়াবাড়ী ইউনিয়নে মাহবুব আলম বিটু, নওদাবাস ইউনিয়নে আবুল কাশেম তালুকদার, গোতামারী ইউনিয়নে আবুল কাশেম মিয়া, ভেলাগুড়ী ইউনিয়নে মহিউল আহম্মেদ মহি, বড়খাতা ইউনিয়নে আনোয়ার হোসেন বাবুল, ফকিরপাড়া ইউনিয়নে আতিয়ার রহমান দুলাল ও সানিয়াজান ইউনিয়নে নজরুল ইসলাম। সিন্দুর্না ও গড্ডিমারী অপরদুটি ইউনিয়নে প্রার্থী চূড়ান্ত করা হয়নি বলে জানা গেছে।

Comments (0)
Add Comment