আ.লীগেরত্রাণ বিতরণ লালমনিরহাটে
লালমনিরহাট প্রতিনিধি:
কেন্দ্রীয় আওয়ামী লীগের পক্ষ থেকে গত শনিবার লালমনিরহাটের বন্যা কবলিত দুর্গত মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। লালমনিরহাট সদর উপজেলা মোগলহাট, কুলাঘাট, রাজপুর ও খুনিয়াগাছ ইউনিয়নের ৫ শত পরিবারের মাঝে ৪ মে. টন চাল ও নগদ ৪ লক্ষ টাকা ত্রাণ সামগ্রী হিসাবে বিতরণ করা হয়। আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক অর্থ মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক খাদ্য মন্ত্রী ডা. মো. আ. রাজ্জাক, এমপি উপস্থিত থেকে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করেন। তিনি বন্যার্ত ৫ শত পরিবারের প্রত্যেককে ১০ কেজি করে চাল ও নগদ ১০০০ টাকা ত্রাণ হিসাবে বিতরণ করেন। এ সময় তার সাথে ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এ. এইচ. এম খায়রুজ্জামান লিটন এমপি। এছাড়া লালমনিরহাট-৩ আসনের এমপি ইঞ্জিনিয়ার আবু সাইদ দুলাল, অতিরিক্ত জেলা প্রশাসক আবু নুর মোহাম্মদ সামছুজ্জামান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এ্যাড. বাদল আশরাফসহ জেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।