ইংলিশ প্রিমিয়ার লিগে সহজ জয়ে ম্যানসিটি
স্পোর্টস ডেস্ক:
ইংলিশ প্রিমিয়ার লিগ (ইপিএল) ফুটবলে সোমবার রাতে লিভারপুলকে ৩-১ গোলে হারিয়েছে শিরোপাধারী ম্যানচেস্টার সিটি। ইতিহাদ স্টেডিয়ামের এই ম্যাচে ম্যানসিটির পক্ষে জোড়া গোল করেছেন স্টিভেন জোভেটিক। অপর গোলটি করেছেন আর্জেন্টাইন তারকা ফরোয়ার্ড সার্জিও অ্যাগুয়েরো। ম্যানসিটির পাবলো জাবালেতার আÍঘাতী গোলে সান্ত্বনাসূচক গোল পেয়েছে লিভারপুল। এই জয়ের সুবাদে ২ ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট অর্জন করেছে ম্যানসিটি। যদিও গোল গড়ে লিগ টেবিলে বর্তমানে তৃতীয়স্থানে রয়েছে চ্যাম্পিয়নরা। অন্যদিকে, ২ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের নবম স্থানে লিভারপুল। ইপিএলের গত আসরে সর্বোচ্চ গোলদাতা ছিলেন লিভারপুলের উরুগুইয়ান তারকা ফরোয়ার্ড লুই সুয়ারেজ। চলতি মৌসুমে স্প্যানিশ জায়ান্ট বার্সোলোনায় যোগ দিয়েছেন তিনি। সুয়ারেজহীন লিভাপুলের আক্রমণভাগ যে খুব একটা কাজের নয়, সেটাই যেন প্রমাণিত হয়েছে সোমবারের ম্যাচে। গোলের সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি অলরেডস ফরোয়ার্ডরা। ম্যাচের ৪১ মিনিটে ম্যানসিটিকে ১-০ গোলে এগিয়ে নিয়েছেন জোভেটিক। ৫৫ মিনিটে ব্যবধান ২-০ করেছেন মন্টেনিগ্রোর এই ২৪ বছর বয়সী স্ট্রাইকার। ৬৯ মিনিটে ম্যানসিটিকে ৩-০ গোলে এগিয়ে দেন অ্যাগুয়েরো। ম্যাচে ফেরার আপ্রাণ চেষ্টা চালিয়েছে লিভারপুল। পাবলো জাবালেতা নিজ জালে বল জড়িয়ে দিলে লিভারপুলের নামের পাশে এক গোল লেখা হয়। এই গোলের পর ম্যাচের বাকিটা সময় নতুন উদ্দীপনায় খেলেছে অলরেডসরা। কিন্তু গোলের দেখা পায়নি ব্র্যান্ডান রোজার্সের শিষ্যরা। ৩-১ গোলের সহজ জয় নিয়ে তাই মাঠ ছেড়েছে ম্যানচেস্টার সিটি।