Connecting You with the Truth

ইংল্যান্ডের ব্যাটিং দাপটে বিসিবি একাদশের হার

kk

বাটলার ও মঈনের ব্যাটিং দাপটে বিসিবি একাদশের ৩০৯ রানের লক্ষ্য অনায়াসেই টপকে গেল ইংল্যান্ড একাদশ। মঙ্গলবার ফতুল্লা স্টেডিয়ামে ইমরুল কায়েসের শতকে করা তিন শতাধিক রানের লক্ষ্য ৪ উইকেট ও ২৩ বল হাতে রেখে জিতে নিল সফরকারীরা।

টসে জিতে ব্যাট করতে নেমে ইমরুল কায়েসের দাপুটে সেঞ্চুরির সুবাদে ৩০৯ রান করে বিসিবি একাদশ। কায়েসের ৯১ বলে ১২১ রানের ইনিংসে ৬টি ছক্কার পাশাপাশি ১১টি চারের মার ছিল। কায়েস ছাড়াও অর্ধশত রান মুশফিকুর রহিম, ৫৭ বলে ৫১ রান করেন তিনি। একসময় আরো বড় ইনিংসের সম্ভাবনা ছিল বিসিবি একাদশের। ৪০ ওভার শেষে বিসিবি একাদশ এর সংগ্রহ ছিল ৩উইকেট হারিয়ে ২৬০। সেখান থেকে শেষ ১০ ওভারে মাত্র ৪৯ রান আসে, উইকেট হারায় ৬টি। ইংল্যান্ডের ক্রিস ওকস ৩টি এবং উইলি ও স্টোকস ২টি করে উইকেট নিয়েছেন।

জবাবে ব্যাট করতে নেমে দাপুটে শুরু করে ইংল্যান্ড। পাওয়ার প্লে’র ১০ ওভারে এক উইকেট হারিয়ে ৮০ রান করে ফেলে ইংলিশরা। ২৯তম ওভারে পঞ্চম উইকেট বেন স্টোকসের উইকেট হারিয়ে ফেলে। তখনো ২১ ওভারে ১৩৮ রান দরকার ছিল ইংলিশদের। সেখানে জস বাটলার ও মঈন আলি’র শত রানের জুটি ম্যাচ বিসিবি একাদশের হাত থেকে বের করে নিয়ে যায়।

স্কোর লেভেল করার পরে সানজামুল ইসলামের ৪৬তম মঈন-বাটলারের ১৩৯ রানের জুটি ভাঙেন। এবাদত আলির হাতে ধরা পড়ার আগে ৫১ বলে ৭১ রান করেছিলেন অলরাউন্ডার মঈন আলি। আল আমিনের করা ৪৭তম ওভারে চার মেরে জয় তুলে নেন জস বাটলার। ৬৪ বলে ৮০ রান করে অপরাজিত ছিলেন তিনি।

স্পিনার ইবাদত হোসেন ৫ ওভার বল করে দুই উইকেট নিয়েছেন। অন্যান্য বোলারদের মধ্যে আল আমিন, কামরুল ইসলাম রাব্বি, শুভাগত হোম ও সানজামুল ইসলাম একটি করে উইকেট নিয়েছেন।ক্রিকইনফো।

Comments
Loading...