ইউএস ওপেনে হেরে বসেছে মারিয়া শারাপোভা
স্পোর্টস ডেস্ক:
ইউএস ওপেনে ক্যারোলিন ওজনিয়াকির কাছে হেরে বসেছে মারিয়া শারাপোভা। পঞ্চম বাছাই শারাপোভা রোববার দশম বাছাই ক্যারোলিন ওজনিয়াকির কাছে হেরেছে ৬-৪, ২-৬ ও ৬-২ সেটে। প্রথম সেটে হেরে রুশ টেনিস তারকা শারাপোভা পরের সেটে দারুণ ভাবে ঘুরে দাঁড়িয়েছিলেন। তারপরও শেষ রক্ষা হয়নি তার। শেষ আটে ওজনিয়াকির সামনে ইতালির সারা ইরানি। ম্যাচ শেষে ওজনিয়াকি বলেন, ‘এ জয় আমাকে আরো আÍবিশ্বাসী করে তুলছে। নতুন মৌসুমে আমি যেমন বয়স্ক হয়ে যাচ্ছি, ঠিক তেমনি আমি আরো বেশি অভিজ্ঞ হচ্ছি।’ শারাপোভার বিপক্ষে এটি ওজনিয়াকির অস্টম ম্যাচ ছিল। রাশিয়ান তারকার বিপক্ষে আট ম্যাচে এটি তৃতীয় জয় ওজনিয়াকির।