Connecting You with the Truth

ইউক্রেনের দোনেতস্কে রুশপন্থিদের সঙ্গে সংঘর্ষে নয় সেনা নিহত

606dab5fc8d314b94b5c0f3624ac0664_XLইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেতস্কের কাছে রুশপন্থিদের সঙ্গে সংঘর্ষে দেশটির অন্তত নয় সেনা নিহত হয়েছে। দোনেতস্কের কাছে আইলোভাইস্ক শহরে সেনাবাহিনীর সঙ্গে রুশপন্থি স্বাধীনতাকামীদের ওই সংঘর্ষ হয়।  ইউক্রেনের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র আজ (বুধবার) বলেছেন, গতরাতের এ সংঘর্ষে ২২ সেনা আহত হয়েছে।

সংঘর্ষের পর ইউক্রেনের সেনারা শহরটির অর্ধেকের নিয়ন্ত্রণ গ্রহণ করেছে উল্লেখ করে তিনি বলেন, রুশপন্থি অস্ত্রধারীরা বর্তমানে প্রচণ্ড প্রতিরোধ গড়ে তুলেছে।

এদিকে ইউক্রেনের লুগানস্ক শহরেও প্রচণ্ড সংঘর্ষ শুরুর খবর পাওয়া গেছে। রুশপন্থিদের শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত এ শহরের কিছু অংশের নিয়ন্ত্রণ দখল করে নিয়েছে ইউক্রেনের সেনারা।

Comments
Loading...