Connecting You with the Truth

ইউক্রেন সংকট পরমাণু যুদ্ধ বাঁধাতে পারে: গর্ভাচেভ

image_113497আন্তর্জাতিক ডেস্ক:

সাবেক সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট মিখাইল গর্ভাচেভ বলেছেন, “পূর্ব ইউরোপে ন্যাটোর বিস্তারের ফলে ইউরোপের নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়েছে।” জার্মানির সাপ্তাহিক ডার স্পাইগেলকে দেয়া সাক্ষাৎকারে এ কথা বলেছেন ৮৩ বছর বয়সি এ নেতা। এ ছাড়া, ইউক্রেন সংকটকে কেন্দ্র করে সহজেই পরমাণু যুদ্ধ বাঁধতে পারে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। তিনি বলেন, “পূর্ব ইউরোপে ন্যাটো জোটের বিস্তারের মধ্য দিয়ে ১৯৭৫ সালের হেলসিংকি চূড়ান্ত অধ্যাদেশ অনুযায়ী গৃহীত ইউরোপীয় নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়েছে।” এ ছাড়া, এর মধ্য দিয়ে শীতল যুদ্ধ  বন্ধে ১৯৯০ সালের প্যারিস সনদ থেকে উল্টো দিকে মুখ ফিরিয়ে নেয়া হয়েছে বলে জানান তিনি। ইউক্রেন সংকটকে কেন্দ্র করে ন্যাটোর সঙ্গে রাশিয়ার টানাপোড়েন তুঙ্গে রয়েছে। এ সংকটের অজুহাতে ন্যাটো জোট পূর্ব ইউরোপে সামরিক উপস্থিতি জোরদার করছে।

Comments
Loading...