Connecting You with the Truth

ইউক্রেন সরকার ও বিদ্রোহীদের প্রতিনিধি দলের বৈঠকে যুদ্ধবিরতি চুক্তি সই

ukraine451092414যুদ্ধবিরতি শুরুর লক্ষ্যে একটি প্রাথমিক প্রোটোকলে সই করেছে ইউক্রেন সরকার ও দেশটির পূর্বাঞ্চলের রুশপন্থি বিদ্রোহীরা।

প্রেসিডেন্ট পেত্রো পোরোশেঙ্কোর উদ্ধৃতি দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো এ খবর জানিয়েছে। বেলারুশের রাজধানী মিনস্কে সরকার ও বিদ্রোহীদের প্রতিনিধি দলের বৈঠকে এ চুক্তি সই হয়েছে বলে জানানো হয়েছে।

বৈঠকে ইউক্রেনের সাবেক প্রেসিডেন্ট লিওনিদ কুচমা, ইউক্রেনে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত মিখাইল জুরাবোভ এবং স্বঘোষিত ‘গণপ্রজাতন্ত্রী’ দোনেৎস্ক ও লুহানস্কের প্রধানরা।

পেত্রো পোরোশেঙ্কো জানিয়েছেন, আন্তর্জাতিক সময় শুক্রবার দুপুর ২টা থেকে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার কথা রয়েছে। যদিও এ ঘোষণার আগে পূর্বাঞ্চলে বেশ কিছু সংঘর্ষের খবর পাওয়া গেছে। 

পোরোশেঙ্কো এমন সময় এ খবর দিলেন যখন রাশিয়ার ওপর অবরোধ আরও কঠোরতর করতে পশ্চিমা দেশগুলো তোড়জোড় শুরু করেছে। এমনকি মস্কোর বিরুদ্ধে সামরিক পদক্ষেপের সম্ভাবনার হুঁশিয়ারিও দিয়ে চলেছে পশ্চিমা দেশগুলোর সামরিক জোট ন্যাটো।

Comments
Loading...