Connecting You with the Truth

ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাদের চাকুরী স্থায়ীকরণের দাবিতে ময়মনসিংহে মানববন্ধন

humanchain-picমফিজ উদ্দিন, ময়মনসিংহ: ময়মনসিংহে ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাদের ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটর পদে সরাসরি নিয়োগ প্রদানের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা ফোরামে উদ্যোগে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ময়মনসিংহ বিভাগের চার জেলার ইউনিয়ন ডিজিটাল সেন্টারে কাজ করা প্রায় সাত শতাধিক উদ্যোক্তা অংশ নেয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগীয় ইউনিয়ন ডিজিটাল সেন্টার উদ্যোক্তা ফোরামের আহবায়ক মীর মাহবুবুর রহমান হৃদয়, ময়মনসিংহ জেলা ইউনিয়ন ডিজিটাল সেন্টার উদ্যোক্তা ফোরামের সভাপতি জাহাঙ্গীর আলম, শেরপুর জেলা ইউনিয়ন ডিজিটাল সেন্টার উদ্যোক্তা ফোরামের সভাপতি আব্দুল হালিম ও কেন্দ্রীয় কমিটির সদস্য এমদাদুল হকসহ প্রমূখ। মানববন্ধন শেষে চাকুরী স্থায়ী করনের দাবিতে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান করা হয়।

Comments
Loading...