Connecting You with the Truth

ইকুয়েডরের মুখোমুখি হবে ব্রাজিল

s-7
স্পোর্টস ডেস্ক:
ব্রাজিলের নতুন কোচ কার্লোস দুঙ্গা,অধিনায়ক নেইমার। দুজনেরই প্রথম ম্যাচ ছিল কলম্বিয়ার বিপক্ষে। সেই ম্যাচে নেইমারের দৃষ্টিনন্দন ফ্রি কিক থেকে পাওয়া গোলে জয়ের দেখা পায় ব্রাজিল। ফলে, জয়ে শুরু হয় কেচা-অধিনায়কের। কলম্বিয়ার বিপক্ষে অধিনায়কের আর্মব্যান্ড পড়ে নেইমারও নিজের যোগ্যতার প্রমাণ দেন আরো একবার। তবে কলম্বিয়ার বিপক্ষে গোল মিসের মহড়া আর ভুলে ভরা ম্যাচ সন্তুষ্ট করতে পারেনি ব্রাজিলের ভক্ত-সমর্থকদের। তাদের কাছে জয়ের চেয়ে অগোছালো ফুটবলটাই চোখে লেগেছে বেশি। ওই ম্যাচের পর বুধবার সকালে দ্বিতীয় আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ইকুয়েডরের মুখোমুখি হবে ব্রাজিল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৭টায়। সরাসরি সম্প্রচার করবে টেন অ্যাকশন। আগের ম্যাচ নিয়ে ভক্তরা সন্তুষ্ট না হলেও কোচ কার্লোস দুঙ্গা বিষয়টিতে ইতিবাচক দিক হিসেবেই দেখছেন। তার মতে, বিশ্বকাপে জার্মানির কাছে ৭-১ ও নেদারল্যান্ডসের কাছে ৩-০ গোলে হারের পর জয় পাওয়াটাই ছিল ব্রাজিলের জন্য মুখ্য বিষয়। তবে ইকুয়েডরের বিপক্ষে এসে রক্ষণভাগ নিয়ে চিন্তায় পড়েছেন তিনি। থিয়াগো সিলভা আগে থেকেই দলে নেই। তার উপর ইনজুরিতে পড়েছেন ডেভিড লুইজ। আর মাইকনকে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে দেশে পাঠিয়ে দিয়েছেন দুঙ্গা। তাই ইকুয়েডরের বিপক্ষে রক্ষণভাগ কিভাবে সাজাবেন সেটা নিয়ে দুঙ্গার কপালে ভাজ। কারণ, সবশেষ ম্যাচে ইকুয়েডর ৪-০ গোলে হারিয়েছে বলিভিয়াকে। সে কারণে সমীহই করতে হচ্ছে প্রতিপক্ষকে।



Comments
Loading...