খেলাধুলা
ইতালির তারকা মারিও বালোতেল্লির নতুন ঠিকানা!
স্পোর্টস ডেস্ক:
ইতালির তারকা স্ট্রাইকার মারিও বালোতেল্লির নতুন ঠিকানা হতে যাচ্ছে ইংলিশ প্রিমিয়ার ক্লাব লিভারপুলে। ১৬ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে এসি মিলান থেকে তিনি নাম লেখাতে চলেছেন লিভারপুলে। তার চুক্তির ব্যাপারে এখনও জল ঘোলা করে চলেছে লিভারপুল ও মিলান। তবে, অল রেডসদের হয়ে নতুন মৌসুম শুরু করার আগ্রহ দেখিয়েছেন বালোতেল্লি নিজেই। তিনি বলেছেন, ‘আজকের দিনটিই মিলানের হয়ে আমার শেষ দিন।’ এসি মিলানের ওয়েব সাইটে জানানো হয়েছে, ‘স্থানীয় সময় দুপুর ১ টা ৩০ মিনিটে বালোতেল্লি মিলানেলো স্পোর্টিং সেন্টার ছেড়ে চলে গিয়েছেন। ক্লাব ত্যাগ করার পূর্বে মিলানের সদস্যদের সঙ্গেও বিদায় নিয়ে গিয়েছেন তিনি।’ উরুগুয়ের তারকা স্ট্রাইকার লুইস সুয়ারেজ এ মৌসুমে লিভারপুল ছেড়ে বার্সেলোনায় পাড়ি জমিয়েছেন। তার স্থলে ক্লাবের কোচ ব্রেন্ডন রজার্স একজন স্ট্রাইকার খুঁজছিলেন অনেক দিন থেকে। সুয়ারেজের জায়গায় মাঠে নামাতে রজার্স বালোতেল্লির দিকে প্রথম নজর দিয়েছিলেন বলেও সংবাদমাধ্যম গুলোতে জানা যায়। সংবাদমাধ্যম গুলো থেকে আরো জানা যায়, বালোতেল্লির এজেন্ট মিনো রাইওলা ইতোমধ্যে ইংল্যান্ডে পৌঁছেছেন চুক্তির ব্যাপারে সকল কর্ম সম্পাদন করার জন্য। তবে, আনুষ্ঠানিকভাবে এ প্রসঙ্গে ঘোষণা দেয় নি কোনো ক্লাবই। এসি মিলানের পরিচালক আদ্রিয়ানো গাল্লিয়ানি বলেন, ‘বালোতেল্লির ব্যাপারে আমরা এখনও লিভারপুলের থেকে কোনো রকম প্রস্তাব পাই নি। তার জন্য কোনো দর কষাকষিও হয়নি।’ বালোতেল্লি ইতালির হয়ে খেলেছেন ৩৩টি ম্যাচ। দেশের হয়ে তিনি গোল করেছেন ১৩টি। বিতর্কিত এ স্ট্রাইকার ২০০৭-১০ পর্যন্ত খেলেছিলেন ইন্টার মিলানে। পরের তিন মৌসুম তিনি খেলেন ম্যানচেস্টার সিটিতে। ২০১৩ সালে এসি মিলানে বেশ ঘটা করেই নাম লেখান বালোতেল্লি।
খেলাধুলা
অন্তিম নিদ্রায় শায়িত ফুটবল সম্রাট পেলে
Highlights
২০০ টাকায় দেখা যাবে বিপিএল, টিকিট পাওয়া যাবে বুধবার থেকে
Highlights
ফুটবলের সর্বকালের সর্বশ্রেষ্ঠ খেলোয়াড় পেলে আর নেই
-
আন্তর্জাতিক8 years ago
গ্রিস প্রধানমন্ত্রীর পদত্যাগের ঘোষণা
-
আন্তর্জাতিক8 years ago
যুক্তরাষ্ট্রে দুটি বিমানের সংঘর্ষে ৪ জনের মৃত্যু
-
স্বাস্থ্য7 years ago
গলা ব্যথার কারণ ও চিকিৎসা
-
দেশজুড়ে8 years ago
আজ চন্দ্র গ্রহন সন্ধা ৬টা ১২ মিনিট থেকে রাত ৮ টা ৫৯ মিনিট পর্যন্ত
-
বিবিধ9 years ago
আর অটো রিক্সা নয় এবার অবিশ্বাস্য কম দামের গাড়ি!
-
জাতীয়7 years ago
আন্তর্জাতিক নারী দিবস আজ
-
জাতীয়8 years ago
স্বাধীনতা যুদ্ধের পটভূমি ও মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা
-
ফিচার8 years ago
বাংলাদেশের ৬৪ জেলার নামকরণের ইতিহাস