Connect with us

খেলাধুলা

ইতালির তারকা মারিও বালোতেল্লির নতুন ঠিকানা!

Published

on


স্পোর্টস ডেস্ক:
ইতালির তারকা স্ট্রাইকার মারিও বালোতেল্লির নতুন ঠিকানা হতে যাচ্ছে ইংলিশ প্রিমিয়ার ক্লাব লিভারপুলে। ১৬ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে এসি মিলান থেকে তিনি নাম লেখাতে চলেছেন লিভারপুলে। তার চুক্তির ব্যাপারে এখনও জল ঘোলা করে চলেছে লিভারপুল ও মিলান। তবে, অল রেডসদের হয়ে নতুন মৌসুম শুরু করার আগ্রহ দেখিয়েছেন বালোতেল্লি নিজেই। তিনি বলেছেন, ‘আজকের দিনটিই মিলানের হয়ে আমার শেষ দিন।’ এসি মিলানের ওয়েব সাইটে জানানো হয়েছে, ‘স্থানীয় সময় দুপুর ১ টা ৩০ মিনিটে বালোতেল্লি মিলানেলো স্পোর্টিং সেন্টার ছেড়ে চলে গিয়েছেন। ক্লাব ত্যাগ করার পূর্বে মিলানের সদস্যদের সঙ্গেও বিদায় নিয়ে গিয়েছেন তিনি।’ উরুগুয়ের তারকা স্ট্রাইকার লুইস সুয়ারেজ এ মৌসুমে লিভারপুল ছেড়ে বার্সেলোনায় পাড়ি জমিয়েছেন। তার স্থলে ক্লাবের কোচ ব্রেন্ডন রজার্স একজন স্ট্রাইকার খুঁজছিলেন অনেক দিন থেকে। সুয়ারেজের জায়গায় মাঠে নামাতে রজার্স বালোতেল্লির দিকে প্রথম নজর দিয়েছিলেন বলেও সংবাদমাধ্যম গুলোতে জানা যায়। সংবাদমাধ্যম গুলো থেকে আরো জানা যায়, বালোতেল্লির এজেন্ট মিনো রাইওলা ইতোমধ্যে ইংল্যান্ডে পৌঁছেছেন চুক্তির ব্যাপারে সকল কর্ম সম্পাদন করার জন্য। তবে, আনুষ্ঠানিকভাবে এ প্রসঙ্গে ঘোষণা দেয় নি কোনো ক্লাবই। এসি মিলানের পরিচালক আদ্রিয়ানো গাল্লিয়ানি বলেন, ‘বালোতেল্লির ব্যাপারে আমরা এখনও লিভারপুলের থেকে কোনো রকম প্রস্তাব পাই নি। তার জন্য কোনো দর কষাকষিও হয়নি।’ বালোতেল্লি ইতালির হয়ে খেলেছেন ৩৩টি ম্যাচ। দেশের হয়ে তিনি গোল করেছেন ১৩টি। বিতর্কিত এ স্ট্রাইকার ২০০৭-১০ পর্যন্ত খেলেছিলেন ইন্টার মিলানে। পরের তিন মৌসুম তিনি খেলেন ম্যানচেস্টার সিটিতে। ২০১৩ সালে এসি মিলানে বেশ ঘটা করেই নাম লেখান বালোতেল্লি।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *