ইতালির নতুন কোচ কোন্তে
স্পোর্টস ডেস্ক:
সিজার প্রানদেল্লির উত্তরসূরি হিসেবে ইতালি জাতীয় পুটবল দলের কোচ হলেন অ্যান্তোনিও কোন্তে। ইতালিয়ান ফুটবল ফেডারেশন এ বিষয়টি নিশ্চিত করেছে। জুভেন্টাসের কোচ হিসেবে এতদিন দায়িত্ব পালন করেছেন কোন্তে। ৪৫ বছর বয়সী এ কোচ জুভেন্টাসকে তিনবার সিরি আ’তে শিরোপা পাইয়ে দিয়েছিলেন। ইতালির ফুটবল ফেডারেশনের অফিশিয়াল ওয়েবসাইট লিখেছে, ‘ফেডারেশনের প্রধান কার্লো তাভেসচিয়ো এবং কোন্তের মধ্যে ফোনালাপের মাধ্যমে এ চুক্তি সম্পন্ন হয়েছে। তার সঙ্গে চুক্তির মেয়াদ ধরা হয়েছে ২০১৬ সালের ৩১ জুলাই পর্যন্ত।’ এ প্রসঙ্গে কোন্তে ১৯ আগস্ট স্থানীয় সময় ১১.৩০ মিনিটে সংবাদ সম্মেলন করবেন বলে জানিয়েছেন। খেলোয়াড়ি জীবনে এ ইতালিয়ান দেশের জার্সি গায়ে মাঠে নেমেছিলেন ২০টি ম্যাচে। সেন্ট্রাল মিডফিল্ডার হিসেবে তিনি লিস ও জুভেন্টাসের হয়ে খেলেছেন ৫০৮টি ম্যাচ।