জাতীয়

ইতোমধ্যেই পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু হয়ে গেছে -যোগাযোগমন্ত্রী

Published

on

মুন্সীগঞ্জ প্রতিনিধি:
যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, “বিশ্বব্যাংকের নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী পদ্মা সেতুর মূল অবকাঠামোর নির্মাণ কাজ শুরু হয়ে গেছে। বিশ্বব্যাংকের পরিকল্পনা থেকে একচুলও সরে আসা হয়নি।” গতকাল বেলা ১১টায় মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়ায় সেতু ভবনের ডাক বাংলোয় সাংবাদিকদের এসব কথা বলেন যোগাযোগমন্ত্রী। মন্ত্রী বলেন, “নিজস্ব অর্থায়নে বিশ্ব ব্যাংকের পরিকল্পনা অনুযায়ী সেতুর কাজ সম্পন্ন হবে। ইতিমধ্যেই চায়না মেজর ব্রিজ কোম্পানির প্রধান প্রকৌশলীসহ ৩০ জনের প্রতিনিধি দল মাওয়ায় এসে কাজ শুরু করেছেন।” ওবায়দুল কাদের বলেন, “মূল অবকাঠামোর কাজ চিনে অব্যাহত রেখেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। কিছু অবকাঠামো সেখান থেকে তৈরি করে এনে সরাসারি স্থাপন করা হবে।” তিনি বলেন, “আগস্টের মধ্যেই সেতু নির্মাণের জন্য নদী শাসনের কাজের চূড়ান্ত আদেশ দেয়া হবে। সেতুর কাজ ও নদী শাসনের কাজ পাশাপাশি চলবে।” যোগাযোগমন্ত্রী পরে মাওয়ায় পদ্মা সেতু নির্মাণ প্রকল্প এলাকা পরিদর্শন করেন এবং শিমুলিয়ায় মাওয়াঘাট স্থানান্তর কাজের অগ্রগতি দেখেন। এ সময় তার সঙ্গে সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের প্রধান ব্রিগেডিয়ার জিলানীসহ সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version