Connecting You with the Truth

ইনজুরিতে মানজুকিচ

s-3
স্পোর্টস ডেস্ক:
স্প্যানিশ চ্যাম্পিয়ন অ্যাতলেতিকো মাদ্রিদের জন্য দুঃসংবাদ। দলের সেরা তারকা মারিও মানজুকিচ ইনজুরিতে পড়েছেন। গত মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগে নিজেদের প্রথম ম্যাচে অলিম্পিয়াকোসের বিপক্ষে ম্যাচে পাজতিম কামিসির হাতের আঘাতে নাক ভেঙ্গে ফেলেন মানজুকিচ। ব্যাপারটি প্রথমে রেফারির নজরে না আসলে মাঠেই রক্তক্ষরণ হতে থাকে ২৮ বছরের এই তারকার। স্পেনের বিভিন্ন গনমাধ্যম থেকে জানা যায় ক্রোয়েশিয়ান এই স্ট্রাইকারকে অন্তত দুই সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে। দিয়েগো সিমিওনের দলের সেরা তারকা মানজুকিচ মাদ্রিদে ফেসিয়াল সার্জন পেদ্রো লোপিসের কাছে চিকিৎসা নিচ্ছেন।


Comments
Loading...