Connecting You with the Truth

ইনজুরির কবলে পড়েছেন ওয়াটসন

s-9
স্পোর্টস ডেস্ক:
অস্ট্রেলিয়ান ক্রিকেট দলের জন্য আরেকটি দুঃসংবাদ- ইনজুরির কারণে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামতে পারবেন না দলের অন্যতম অলরাউন্ডার শেন
ওয়াটসন। কাফ ইনজুরির কবলে পড়েছেন তিনি। ফলে আবুধাবীর মাঠে আগামী মাসে অনুষ্ঠিতব্য পাকিস্তান-অস্ট্রেলিয়া ক্রিকেট সিরিজে খেলা হবে না ওয়াটসনের। এর আগে ইনজুরির কারণে সিরিজ থেকে সরে দাঁড়াতে হয়েছে অস্ট্রেলিয়ার নিয়মিত অধিনায়ক মাইকেল ক্লার্ককে। এর পর অলরাউন্ডার ওয়াটসনের ইনজুরি অস্ট্রেলিয়ার জন্য বড় ধরনের দুঃসংবাদ হয়ে এসেছে। এদিকে শেন ওয়াটসনের ইনজুরির কারণে অস্ট্রেলিয়ান টেস্ট স্কোয়াডে সুযোগ পাওয়ার পথ প্রশস্ত হয়েছে তরুণ অলরাউন্ডার মিশেল মার্শের জন্য। টপঅর্ডারে ব্যাট করার পাশাপাশি পেস বোলিংও করতে পারেন ২০ বছর বয়সী মার্শ। ইতোমধ্যে ৯টি ওয়ানডে ও ৩টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলে প্রতিভার প্রমাণও দিয়েছেন। ‘ব্যাগি গ্রিন’ টুপিতে টেস্ট অভিষেকের অপেক্ষায় সে। ওয়াটসনের ইনজুরির কারণে মার্শের এই অপেক্ষার প্রহর খুব দ্রুতই শেষ হতে পারে বলে আগাম সংবাদ দিয়েছে ক্রিকেট বিষয়ক আন্তর্জাতিক মিডিয়াগুলো। কারণ ওয়াটসনের অনুপস্থিতি নির্বাচকরা এমন একজনকে দলে নিতে চাইছেন, যে কিনা ব্যাটিং করার পাশাপাশি বল হাতেও কার্যকর ভূমিকা রাখতে পারবে। অবশ্য ওয়াটসনের পরিবর্তে পেসার বেন হিলফেনহাসও টেস্ট স্কোয়াডে ডাক পেতে পারেন বলে সংবাদে বলা হয়েছে। দুই বছরেরও বেশি সময় ধরে অস্ট্রেলিয়ান টেস্ট স্কোয়াডের বাইরে রয়েছেন এই পেসার। উল্লেখ্য, যদি মার্শ টেস্ট স্কোয়াডে সুযোগ পান, তাহলে তিনি হবেন অস্ট্রেলিয়ার ৪৩৮তম টেস্ট ক্রিকেটার। পাশাপাশি ইতিহাসে তৃতীয়বারের মতো একটি রেকর্ড গড়বেন তিনি। এই রেকর্ডটি হলো- একই দেশের হয়ে পিতা ও দুই পুত্রের টেস্ট খেলার রেকর্ড। কারণ মার্শের পিতা জিওফ ও ভাই শন অস্ট্রেলিয়ার হয়ে টেস্ট খেলেছেন। এর আগে এমন ঘটনা ঘটেছে মাত্র দু’বার। ভারতের লালা, মহিন্দার ও সুরিন্দার অমরনাথ এবং নিউজিল্যান্ডের ওয়াল্টার, রিচার্ড ও ডেইল হ্যাডলি এই রেকর্ড গড়েছেন।


Comments
Loading...