খেলাধুলা
ইনিয়েস্তার বিশ্বাস এবারের মৌসুমের সব আসর মাতাবে বার্সা
স্পোর্টস ডেস্ক:
বার্সেলোনার নতুন মৌসুম শুরু হবে নতুন কোচ লুইস এনরিকের দায়িত্বে। ক্লাবের পুরোনো সৈনিক আন্দ্রেস ইনিয়েস্তা মনে করেন নতুন খেলোয়াড় আর কোচ নিয়ে এবার মৌসুমের সব আসর মাতাবেন তারা। তার বিশ্বাস সব টুর্নামেন্টের শিরোপা তারাই ঘরে তুলে রাখবেন। লুইস এনরিকের দায়িত্বে কাতালানরা ক্লাবে ভিড়িয়েছে উরুগুয়ের তারকা স্ট্রাইকার লুইস সুয়ারেজ, জার্মানির গোলরক্ষক মার্ক আন্দ্রে টার স্টেগেন, ফ্রান্সের ডিফেন্ডার জেরেমি ম্যাথিউ, ক্রোয়েশিয়ার মিডফিল্ডার ইভান রেকিটিককে। ইনিয়েস্তা মনে করেন, দলের এ পরিবর্তন এবারে তাদের বেশ কিছু শিরোপা জিততে সাহায্য করবে। ৩০ বছর বয়সী এ স্প্যানিয়ার্ড বলেন, ‘নতুন খেলোয়াড় যারা দলে এসেছে, আমি মনে করি তাদের নিয়ে দারুন একটি স্কোয়াড গড়া হয়েছে। আমার বিশ্বাস এবারের মৌসুমের বেশ কিছু শিরোপা আমরা জিততে পারব।’ বার্সেলোনার হয়ে ৩৩৭ ম্যাচ খেলা ইনিয়েস্তা গত মৌসুমের খারাপ ফলাফল গুলোকে ভুলে নতুন প্রত্যাশা নিয়ে অপেক্ষায় থাকতে বলেছেন ক্লাবের সমর্থকদের। তিনি বলেন, ‘আমরা গত মৌসুমে বড় কিছু শিরোপা হাতছাড়া করেছি। খারাপ থেকে আমরা ভালোর দিকে এগুতে চাই। আমরা চাই আবারো ক্লাবের সমর্থকদের আনন্দ ফিরিয়ে দিতে, তাদের খুশি করতে।’ মেসি, নেইমার, সুয়ারেজকে নিয়ে আক্রমণভাগ সাজিয়ে বার্সা এবার অনেক আÍবিশ্বাসী। ইনিয়েস্তার কথাতেও সেই বিশ্বাস। তিনি জানালেন, ‘দল অনেক পরিশ্রম করে যাচ্ছে। ৯০ মিনিটের খেলায় অনেক কিছু ঘটে যেতে পারে। কিন্তু আমরা বিশ্বাস করি, আমরা প্রতিটি বিভাগে ভাল খেলব এবং জিতব।’ বার্সার এ তারকা তাকে সহ-অধিনায়ক করায় সতীর্থ এবং ক্লাব কর্মকর্তাদের ধন্যবাদ জানান। আসন্ন মৌসুমে ২৪ আগস্ট বার্সা তাদের ঘরের মাঠে এলচের বিপক্ষে মাঠে নামবে।
খেলাধুলা
অন্তিম নিদ্রায় শায়িত ফুটবল সম্রাট পেলে
Highlights
২০০ টাকায় দেখা যাবে বিপিএল, টিকিট পাওয়া যাবে বুধবার থেকে
Highlights
ফুটবলের সর্বকালের সর্বশ্রেষ্ঠ খেলোয়াড় পেলে আর নেই
-
আন্তর্জাতিক8 years ago
গ্রিস প্রধানমন্ত্রীর পদত্যাগের ঘোষণা
-
আন্তর্জাতিক8 years ago
যুক্তরাষ্ট্রে দুটি বিমানের সংঘর্ষে ৪ জনের মৃত্যু
-
স্বাস্থ্য8 years ago
গলা ব্যথার কারণ ও চিকিৎসা
-
দেশজুড়ে8 years ago
আজ চন্দ্র গ্রহন সন্ধা ৬টা ১২ মিনিট থেকে রাত ৮ টা ৫৯ মিনিট পর্যন্ত
-
বিবিধ9 years ago
আর অটো রিক্সা নয় এবার অবিশ্বাস্য কম দামের গাড়ি!
-
জাতীয়8 years ago
আন্তর্জাতিক নারী দিবস আজ
-
জাতীয়9 years ago
স্বাধীনতা যুদ্ধের পটভূমি ও মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা
-
ফিচার8 years ago
বাংলাদেশের ৬৪ জেলার নামকরণের ইতিহাস