Connecting You with the Truth

ইন্ডিয়ানায় ‘এইডস’ মহামারি সতর্কতা

ttআন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানার কিছু অংশে এইচআইভি/এইডস সংক্রমণ ‘মহামারির পর্যায়ে’ চলে যাওয়ায় জনস্বাস্থ্যে জরুরি অবস্থা ঘোষণা করেছেন রাজ্য গভর্নর। রাজ্যটির গরিব এলাকা স্কট কাউন্টিতে মাদকাসক্তদের মাদক নেয়ার জন্য একই সূচ ব্যবহারের ফলে সেখানে সম্প্রতি কয়েক সপ্তাহে নতুন করে ৭৯ জনের এইচআইভি সংক্রমণ ঘটেছে। যেখানে বছরে গড়ে ৫ জন এইচআইভি আক্রান্ত হয়ে থাকে। গভর্নর মাইক স্পেন্স বলেছেন, “স্কট কাউন্টি এইচআইভি মহামারিরে মুখে পড়েছে। কিন্তু এটি শুধু স্কট কাউন্টির সমস্যা না। এটি ইন্ডিয়ানার সমস্যা।” সতর্কতা ঘোষণা করা এবং রাজ্যের সম্পদকে কাজে লাগানোর মধ্য দিয়ে এ সমস্যা সমাধান করা সম্ভব বলে আশা প্রকাশ করেন তিনি। এইডসের প্রাদুর্ভাব প্রথম ধরা পড়ে জানুয়ারিতে। এরপর থেকে কর্মকর্তারা ৭৯ জনের দেহে প্রাণঘাতী এইচআইভি ভাইরাস সংক্রমণ চিহ্নিত করেছেন। এ সংখ্যা মাত্র একমাস আগের তুলনায় ২৬ জন বেশি এবং তা আরো বাড়ার আশঙ্কা করছেন কর্মকর্তারা।

Comments
Loading...