Connecting You with the Truth

ইন্ডিয়ান সুপার লিগে সৌরভের সঙ্গে চুক্তি মামুনুলের?

s-7
স্পোর্টস ডেস্ক:
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক মামুনুল ইসলাম নাম লেখাতে যাচ্ছেন ইন্ডিয়ান সুপার লিগে। কিংবদন্তি বাঙালি ক্রিকেটার সৌরভ গাক্সগুলির টিম অ্যাটলেটিকো ডি কলকাতার সঙ্গে আজ শনিবার তিনি চুক্তিতে সই করবেন। তাকে নিয়ে দর্শকরা তো বটেই, তার সতীর্থরাও প্রত্যাশার জাল বুনছেন। কেননা তিনি সেখানে ভালো করতে পারলে, অন্যদের নিয়ে পরের বছর ভাবতে পারে ভারতের দলগুলো। মামুনুলের সঙ্গে কথা বলে বোঝা গেল, ভেতরে ভেতরে তিনিও টের পাচ্ছেন তাকে নিয়ে দেশের দর্শক, সাংবাদিক এবং সতীর্থদের প্রত্যাশার কথা। তবে মামুনুল বললেন, সবার আগে তার নিজের প্রত্যাশাটাই আগে, ‘আমি জানি সবাই আমার দিকে তাকিয়ে আছে। আমি ভালো করলে অন্যরাও সুযোগ পেতে পারে। তবে আমি খেলার সুযোগ পেলে ওসব মাথা থেকে ঝেড়ে ফেলে শতভাগ দেয়ার চেষ্টা করব। তারা কতটা আমাকে সুযোগ দিবে এটাও দেখার বিষয়।’ চুক্তির বিষয়ে জানতে চাইলে মামুনুল নিজেকে কিছুটা খোলসের ভেতর ঢুকিয়ে ফেলেন। তিনি বলেন, ‘এখনো চুক্তিতে সই হয়নি। কাল (আজ শনিবার) সই করব। আর টাকা পয়সার বিষয়ে কিছু বলতে চাচ্ছি না। কারণ টাকা পয়সা আমার কাছে কোনো ব্যাপার নয়। বাংলাদেশের প্রতিনিধি হয়ে খেলতে পারছি, এটাই আমার কাছে শেষ কথা।’ কত টাকায় তিনি কলকাতার টিমের সঙ্গে চুক্তি করেছেন, এই প্রশ্নটা অনেকে জানতে চাইছেন, মামুনুলকে এ কথা স্মরণ করিয়ে দিলে তিনি বলেন, ‘বিশ্বাস করুন টাকার কথা আমি কাউকেই বলিনি। ওটা আমার কাছে কোনো ব্যাপারই নয়।’ চুক্তির টাকার বিষয়ে মামুনুল স্পষ্ট করে কিছু না বললেও, সৌরভের টিমের সঙ্গে যোগাযোগ করে এ বিষয়ে একটা আভাস পাওয়া গেছে। তবে তারাও স্পষ্ট করে কিছু বলতে নারাজ। তবে জানা গেছে, তিন মাসের জন্য মামুনুলের সঙ্গে অ্যাটলেটিকো ডি কলকাতার ২০ থেকে ৩০ লাখ টাকার মধ্যে চুক্তি হতে যাচ্ছে।

Comments
Loading...