ইন্দোনেশিয়ায় নৌকাডুবিতে ১০ বিদেশি পর্যটক নিখোঁজ
আন্তর্জাতিক ডেস্ক
দশজন বিদেশি পর্যটক নিয়ে ইন্দোনেশিয়ায় নৌকাডুবি হয়েছে। এতে মোট ১৫ জন নিখোঁজ হয়েছেন।
রোববার ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলের লম্বক দ্বীপের মধ্যবর্তী এলাকায় ভ্রমণকালে নৌকাটি ডুবে যায়।
ট্যুর কোম্পানির এক প্রতিনিধি জানান, ঝড়ের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়।
লম্বক দ্বীপে কাজ করা সূর্যমান নামের এক কর্মকর্তা রয়টার্সকে বলেন, লম্বক দ্বীপ থেকে জাহাজটি কমোডো দ্বীপের উদ্দেশ্যে যাচ্ছিল।
কমোডে দ্বীপ টিকটিকির জন্য বিখ্যাত। এজন্য প্রতিবছর সেখানে প্রচুর সংখ্যক দেশী-বিদেশি পর্যটকের আগমন ঘটে।