ইবোলায় আক্রান্ত ১০ লাখ মানুষ – বিশ্ব স্বাস্থ্য সংস্থা
আন্তর্জাতিক ডেস্ক
পশ্চিম আফ্রিকায় ইবোলা ভাইরাসে আরও ১০ লাখ মানুষ আক্রান্ত হতে পারে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। শিগগিরই এ ভাইরাস নির্মূল হচ্ছে না বলেও সতর্কতা জারি করেছে সংস্থাটি। হু’র সবশেষ তথ্যানুযায়ী, ১০ ও ১১ আগস্ট পশ্চিম আফ্রিকার দেশ ঘানা, লাইবেরিয়া, নাইজেরিয়া ও সিয়েরা লিওনে এ ভাইরাসে নতুন ১২৮জন আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে মারা গেছেন ৫৬জন। এ নিয়ে ইবোলা ভাইরাসে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ১ হাজার ৬৯জনে। আক্রান্তের সংখ্যা এক হাজার ৯৭৫ জন। বুধবার জেনেভায় এক সংবাদ সম্মেলনে হু’র মহাপরিচালক মার্গারেট চান বলেছেন, আক্রান্ত এসব লোকদের দৈনন্দিন জিনিসপত্রসহ খাবারের প্রয়োজন হবে। মূলত আক্রান্ত রোগীদের এলাকা তিন দেশের সীমানা বেষ্টিত বলে এটি ছড়িয়ে পড়ার আশঙ্কা বেশি। তিনি বলেন, ইবোলা ভাইরাস নিয়ন্ত্রণে বিস্ময়কর কিছু দরকার। এটি একটি গুরুতর স্বাস্থ্য সংকট। যদি আমরা ইবোলা নিয়ন্ত্রণে তেমন কোনো ব্যবস্থা না নেই তাহলে এটি দ্রুত মানবিক সংকটে পরিণত হবে। জাতিসংঘ হু’কে বড় ধরনের সহায়তা করছে বলেও জানান তিনি। চান জানান, ইবোলার প্রাদুর্ভাব প্রতিটি শহরে হতে পারে। তাই আন্তর্জাতিক বিমানবন্দরগুলোকে সতর্ক থাকতে হবে। ইবোলা ভাইরাসে ১৭০ জন স্বাস্থ্যকর্মীও আক্রান্ত হয়েছে বলে জানান তিনি। এর মধ্যে মারা গেছেন ৮০ জন। ইবোলায় আক্রান্ত অঞ্চলগুলো অর্থনৈতিকভাবেও দুর্বল হয়ে পড়ছে। বিমানবন্দরগুলোতে ফ্লাইট বাতিল করা হচ্ছে। ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো তাদের কর্মীদের অন্য অঞ্চলে পাঠাতে পারছে না। গত ৮ আগস্ট পশ্চিম আফ্রিকায় ক্রমবর্ধমান ইবোলা প্রকোপকে হু আন্তর্জাতিক জনস্বাস্থ্যের জরুরি অবস্থা ঘোষণা করে। এর আগে ২০০৯ সালে পৃথিবীব্যাপী ছড়িয়ে পড়া সোয়াইন ফ্লুর জন্য এমনই জরুরি অবস্থা ঘোষণা করেছিলো বিশ্ব স্বাস্থ্য নিয়ন্ত্রক এ সংস্থাটি।