Connecting You with the Truth

ইবোলা ভাইরাসে প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৯শ’

15পশ্চিম আফ্রিকায় মহামারী আকারে ছড়িয়ে পড়া ইবোলা ভাইরাসে প্রাণহানির সংখ্যা এক হাজার ৯শ’ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। 

হু প্রধান মার্গারেট চ্যান জানান, ভাইরাসটিতে পশ্চিম আফ্রিকার দেশ গায়ানা, সিয়েরা লিওন ও লাইবেরিয়ায় অন্তত সাড়ে তিন হাজার মানুষ আক্রান্ত হয়েছেন। দেশগুলোতে দিনদিন ভাইরাসটি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে।

এদিকে, ভাইরাসটি নিয়ন্ত্রণে করণীয় সম্পর্কে বৃহস্পতিবার জেনেভায় আলোচনায় বসছে হু। আলোচনায় রোগ নিয়ন্ত্রক বিশেষজ্ঞ, গবেষক, আক্রান্ত দেশগুলোর কর্মকর্তাসহ বিশেষজ্ঞরা উপস্থিত থাকবেন। 

নিহতদের ৪০ শতাংশই গত তিন সপ্তাহে মারা গেছেন বলে জানিয়েছে হু।

Comments
Loading...