Connecting You with the Truth

ইবোলা ভাইরাসে মৃতের সংখ্যা ১,২২৯ তে পৌঁছেছে-ডব্লিউএইচও

মঙ্গলবার ডিব্লিউএইচও’র প্রকাশিত নতুন হিসাবমতে, এ বছর রোগটিতে আক্রান্ত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ২৪০ জনে।

জাতিসংঘের স্বাস্থ্য সংগঠন বলেছে, গত বৃহস্পতি ও শনিবার ইবোলা মহামারি আক্রান্ত গিনি, লাইবেরিয়া, সিয়েরা লিওন এবং নাইজেরিয়ায় আরো ৮৪ মানুষের মৃত্যু হয়েছে এবং ১১৩ জন নতুন করে এ ভাইরাস আক্রান্ত হয়েছে।

২০১৪ সালের প্রথম চারমাসে ইবোলার প্রাদুর্ভাব প্রথম দেখা দেয় গিনিতে। পরে তা দ্রুত ছড়িয়ে পড়ে লাইবেরিয়ার মতো দেশগুলোতে।

লাইবেরিয়ার স্বাস্থ্য কর্মকর্তারা গত বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত তিনদিনে এ মহামারির দ্রুত বিস্তারের কারণে উদ্বেগ প্রকাশ করেছেন। এ সময়ের মধ্যে ইবোলায় মারা গেছে আরো ৩৫ জন এবং ইবোলা আক্রান্ত হয়েছে আরো ৪৮ জন।

ইবোলায় সবচেয়ে বেশি মানুষ মারা গেছে লাইবেরিয়ায়। সেখানে ৪৬৬ জনের মৃত্যু হয়েছে। সংক্রমিত হয়েছে ৮৩৪ জন। যেখানে গিনিতে মারা গেছে ৩৯৪ জন এবং আক্রান্ত হয়েছে ৫৪৩ জন।

Comments
Loading...