Connecting You with the Truth

ইভটিজিংকারীদের সভ্য সমাজে ঘুরতে দেওয়া হবে না-শারমিন আলম

raipur . laxmipurরায়পুর প্রতিনিধি, লক্ষ্মীপুর:
বাংলাদেশ আনসার ও ভিডিপি’র ১০ দিনব্যাপী গ্রাম ভিত্তিক অস্ত্রবিহীন প্রশিক্ষণের সনদ প্রদান অনুষ্ঠানে রায়পুর উপজেলার নির্বাহী অফিসার শারমিন আলম বলেন, স্কুল-কলেজের মেয়েরা তাদের শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়া আসা করতে বাধা সৃষ্টি হওয়ার ফলে অনেক অভিভাবক তাদের কন্যা সন্তানদের বিয়ে দিয়ে দেন। তিনি আশ্বস্ত করে বলেন, আমি থাকতে রায়পুর উপজেলায় কোন ইভটিজিং হবে না। আমরা সবাই গোপনে অথবা প্রকাশ্যে তাদের তথ্য দিয়ে আইনকে সহায়তা করব। এমকি ইভটিজিংকারীদের সভ্য সমাজে ঘুরতে দেওয়া হবে না। সর্বোপরি ইভটিজিং, ছিনতাইয়ের মত কোন অন্যায় হবে না। অনুষ্ঠানটি রায়পুর উপজেলাধীন ৯নং ইউনিয়নের দক্ষিণ গাইয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গত ৩ অক্টোবর অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা, জেলা সার্কেল অ্যাডজুট্যান্ট আমির হোসেন, উপজেলা প্রশিক্ষিকা শামীমা আরা বেগম, জেলা মনিটরিং মো. আহছান উল্যাহ এবং ৯নং ইউনিয়ন ভিডিপি দলনেতা মো. সৈয়দ আহাম্মদ চৌধুরী। ইউনিয়ন দলনেতা বলেন, তিনি অত্যন্ত গর্বিত এবং আনন্দিত উপজেলা নির্বাহী অফিসার মহোদয় তাদের গ্রামে এসেছেন এবং সচেতনতামূলক বক্তব্য প্রদান করে তাদের দৃষ্টিকে আরও অগ্রসর করে দিয়েছেন। তিনি রায়পুর উপজেলায় আসার পর হতে অন্যায়, অত্যাচার প্রকৃতপক্ষেই পূর্ব থেকে কমে গিয়েছে।

Comments
Loading...