Connecting You with the Truth

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় মহেশপুরে প্রধান শিক্ষক ও বীর মুক্তিযোদ্ধাকে কুপিয়ে জখম

মহেশপুর, ঝিনাইদহ:
ঝিনাইদহের মহেশপুরে ইভটিজিং এর প্রতিবাদ করায় গোলাম হোসেন (৬০) নামের এক বীর মুক্তিযোদ্ধা ও দত্তনগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে কুপিয়ে ও পিটিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। আহত গোলাম হোসেন উপজেলার দত্তনগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও একই গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে।
এলাকাবাসী জানান, উপজেলার দত্তনগর মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র ও দত্তনগর গ্রামের রাহাত হোসেনের ছেলে রিপন হোসেন একই বিদ্যালয়ের এক মেয়েকে বিভিন্ন সময়ে ইভটিজিং করতো। ঐ মেয়ের বাবা বিদ্যালয়েরপ্রধান শিক্ষক গোলাম হোসেনের কাছে বিচার দিলে তিনি রিপনকে বুধবার ডেকে শাসন করে। এ ঘটনার জের ধরে বৃহস্পতিবার দুপুরে রিপনের বড়ভাই সুজনসহ ৫/৬ জন বিদ্যালয়ে প্রধান শিক্ষকের রুমে প্রবেশ করে সকলের সামনে কুপিয়ে ও পিটিয়ে জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। হাসপাতালে বীরমুক্তিযোদ্ধা ও প্রধান শিক্ষক গোলাম হোসেনকে দেখতে আসনে উপজেলা নির্বাহী অ

Comments
Loading...