Connecting You with the Truth

ইমরান খানের আন্দোলনে নিরাপত্তা দিতে সরকারের ব্যয় ১০০ কোটি রুপি

আন্তর্জাতিক ডেস্ক:

পাকিস্তানে ইমরান খানের নেতৃত্বাধীন তেহরিকে ইনসাফ দলের সরকার-বিরোধী আন্দোলন ও অবস্থান ধর্মঘটের নিরাপত্তা দিতে সরকারের ব্যয় হয়েছে প্রায় ১০০ কোটি রুপি। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরী নিসার আলী খান এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ইমরান খান তার ধর্মঘটের মাধ্যমে জাতীয় রাজনীতিতে কোনো পরিবর্তন আনতে পারেন নি শুধু শুধু বিপুল পরিমাণ অর্থ ব্যয় হয়েছে। পাকিস্তানের জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে নিসার আলী খান এ তথ্য জানান। দীর্ঘদিন ধরে ইমরান খানের আন্দোলন চললেও এই প্রথম পাকিস্তান সরকার ওই ধর্মঘট ও অবস্থান কর্মসূচির নিরাপত্তার জন্য ব্যয়ের সঠিক হিসাব প্রকাশ করল। গত আগস্ট মাসে ইমরান খান ও ড. তাহিরুল কাদরির নেতৃত্বাধীন দুটি দল যখন অবস্থান ধর্মঘট শুরু করে তখন নওয়াজ শরীফের নেতৃত্বাধীন মুসলিম লীগ সরকার বার বার বলেছে, এ কর্মসূচির কারণে জাতীয় অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে।

Comments
Loading...