Connecting You with the Truth

ইরফানের বিদায়

s-2স্পোর্টস ডেস্ক:
বিশ্বকাপ ক্যাম্পে যোগ দেওয়ার পর থেকেই পাকিস্তান দলের সবচেয়ে বড় প্রতিপক্ষ ইনজুরি। যে কারণে কোয়ার্টার ফাইনালে উঠতে কম ভুগতে হয়নি। তারপরেও পিছু ছাড়েনি এই অভিশাপ। এবারের শিকার পেসার মোহাম্মদ ইরফান। নিতম্বের ইনজুরির কারণে বিশ্বকাপকে বিদায় জানাতে হলো তাকে। গত কয়েকদিন ধরেই এই চোটটা ভোগাচ্ছিল ইরফানকে। সেকারণেই গত ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামা হয়নি। পাকিস্তান ক্রিকেট বোর্ড(পিসিবি) থেকে বলা হয়েছিল, শতভাগ ফিট না থাকলে মাঠে নামানো হবে না তাকে। এর একদিন পার না হতেই বড় দুঃসংবাদটা আসলো। মঙ্গলবার পাকিস্তান দলের পিজিও ব্র্যাড রবিনসন ইরফানের ইনজুরি নিয়ে বলেন, ‘ওর(মোহাম্মদ ইরফান) ইনজুরি সঙ্কটজনক হওয়ায়, তার বিশ্বকাপ খেলা হচ্ছে না।’ অ্যাডিলেডে আগামী ২০ মার্চ অস্ট্রেলিয়ার বিপক্ষে কোয়ার্টার ফাইনালে মাঠে নামবে পাকিস্তান। ইরফান না থাকায় ওয়াহাব রিয়াজ কিংবা সোহাইল খানদের উপরেই নির্ভর করতে হবে অধিনায়ক মিসবাহ-উল-হককে।

Comments
Loading...