ইরাকে কুর্দি মন্ত্রীরা আবার প্রশাসনে যোগ দিচ্ছেন
ইরাকে বিদায়ী প্রধানমন্ত্রী নূরি আল মালিকির সরকার থেকে বেরিয়ে যাওয়া কুর্দি মন্ত্রীরা আবার প্রশাসনে যোগ দিয়েছেন। ইরাকের বিদায়ী প্রধানমন্ত্রী বুধবার একথা বলেছেন।
“আমি আবার পররাষ্ট্রমন্ত্রী হিসাবে বাগদাদে ফিরেছি”, বলেছেন কুর্দি মন্ত্রী হোশিয়ার জেবারি।ইরাকের উত্তরাঞ্চলে জুনে ইসলামিক স্টেট জঙ্গি তৎপরতা শুরুর পর কুর্দিরা সন্ত্রাসীদের আশ্রয় প্রশ্রয় দিচ্ছে বলে অভিযোগ তুলে কুর্দি নেতাদেরকে ক্ষেপিয়ে তুলেছিলেন মালিকি।
এরই পরিপ্রেক্ষিতে কুর্দিদের সরকার ছেড়ে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন কুর্দি পররাষ্ট্রমন্ত্রী জোশিয়ার জেবারি।