Connecting You with the Truth

ইরাকে ৩৫০ ইয়াজিদিকে মুক্তি দিয়েছে আইএস

2015117225851629734_20আন্তর্জাতিক ডেস্ক:

ইরাকের উত্তরাঞ্চলে ইয়াজিদি ধর্মীয় সম্প্রদায়ের প্রায় ৩৫০ সদস্যকে মুক্তি দিয়েছে জঙ্গিগোষ্ঠি ইসলামিক স্টেট (আইএস)। বিবিসি জানিয়েছে, মূলত বর্ষীয়ান ইয়াজিদিদের মুক্তি দিয়েছে জঙ্গিগোষ্ঠিটি, শনিবার তারা আইএস নিয়ন্ত্রিত এলাকার সীমা অতিক্রম করে কুর্দি নিয়ন্ত্রিত এলাকায় প্রবেশ করেন। কিরকুক শহরের কাছে কুর্দি কর্মকর্তারা তাদের অভ্যর্থনা জানান। তবে জঙ্গিগোষ্ঠিটি কেন তাদের মুক্তি দিয়েছে তা পরিষ্কার নয়। গত বছর ইরাকের উত্তরাঞ্চলে সংখ্যালঘু ইয়াজিদি সম্প্রদায়ের এলাকায় হামলা চালিয়ে সম্প্রদায়টির কয়েক হাজার মানুষকে হত্যা ও অপহরণ করেছিল আইএস জঙ্গিরা। শনিবার যে সব অপহৃতকে মুক্তি দেয়া হয়েছে তাদের সবাই হয় বয়স্ক নয়তো অসুস্থ, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। মুক্তিপ্রাপ্তদের মধ্যে কয়েকটি অসুস্থ বাচ্চা ছিল, পৌঁছানোর সঙ্গে সঙ্গেই এদের চিকিৎসার জন্য স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় কুর্দি পেশমেরগা বাহিনীর সদস্যরা। স্বাস্থ্য কেন্দ্রে উপস্থিত খোদর দমলি বলেছেন, “অনেকে আহত, অনেকে শারীরিকভাবে অক্ষম হয়ে পড়েছেন, তবে অধিকাংশই মানসিক ও শারীরিক সমস্যায় ভুগছেন।” মুক্তিপ্রাপ্তদের মসুল শহরে বন্দি করে রাখা হয়েছিল বলে জানিয়েছেন তিনি। বাসে করে আইএস নিয়ন্ত্রিত এলাকার সীমান্তের দিকে নিয়ে যাওয়ার সময় তাদের সবাইকে মেরে ফেলা হবে বলে মনে করেছিলেন মুক্তিপ্রাপ্তরা। কিন্তু কুর্দি নিয়ন্ত্রিত শহর কিরকুকের নিকটবর্তী আইএস নিয়ন্ত্রিত হাবিজা এলাকার ক্রসিং পয়েন্টে তাদের নিয়ে এসে মুক্তি দেয় জঙ্গিরা।

Comments
Loading...