ইরাক ও ফার্গুসনের ঘটনায় অবকাশ থেকে তাড়াতাড়ি ফিরলেন ওবামার
দুই সপ্তাহের ছুটি কাটাতে গিয়ে মাত্র কয়েকদিনের মাথায় হোয়াইট হাউসে ফিরে এলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। সংবাদ সংস্থাগুলো এ ঘটনাকে বিরল ঘটনা হিসেবে উল্লেখ করেছে। তারা বলছে, ইরাকে মার্কিন সামরিক জেটের বোমা বর্ষণ ও মিসৌরীর ফার্গুসেনে পুলিশের গুলিতে এক কিশোরের মৃত্যুর সমালোচনার পরিপ্রেক্ষিতে বারাক ওবামা সোমবার ভোররাতে ওয়াশিংটন ফিরলেন। বারাক ওবামা এক সপ্তাহ আগে দুই সপ্তাহের জন্য গরমের ছুটি কাটাতে মাসাচুসেটস রিসোর্টের মার্থার ভিনেইয়ার্ডে যান। মার্কিন সংবাদমাধ্যম জানাচ্ছে, ইরাক ও ফার্গুসনের ঘটনার পরিপ্রেক্ষিতে ওবামা ওয়াশিংটনে ফিরে আসলেন। তিনি ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন ও সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসবেন। বারাক ওবামা রোববার মাসাচুসেটসের মার্থার ভিনেইয়ার্ডে অবকাশ যাপনে যান। সেখানে তিনি তার প্রিয় গলফ খেলেন। একটি জ্যাজ কনসার্ট উপভোগ করেন। এরপর সেখানে ফার্স্টলেডি মিশেল ওবামার সঙ্গে রাতের ডিনার করেন। এ সময় তিনি মার্থার ভিনেইয়ার্ডে দুটি জনসভায় বক্তব্য রাখেন। এখানে তিনি ইরাক ও ফার্গুসনের অবস্থা ব্যাখ্যা করেন। দুই সপ্তাহের অবকাশ যাপনের আগেই প্রেসিডেন্ট ওবামা ইরাকে দ্য ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড সিরিয়া’র আইএসআইএস বাহিনীর ওপর আকাশপথে হামলার অনুমতি দেন। এদিকে, অবকাশ যাপনের সময়ই ফার্গুসনে পুলিশের গুলিতে এক কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যু ঘটে।