আন্তর্জাতিক
ইসরায়েলি জঙ্গিবিমান হামলায় একই পরিবার ৫ জন সহ নিহত ৭
গাজায় সর্বশেষ ইসরায়েলি নৃশংসতায় প্রাণ হারালেন সাতজন। তাদের মধ্যে একই পরিবার ৫ জন।
গাজার নুসায়রা শরণার্থী শিবিরের একটি বাড়িতে শনিবার ভোরে বোমা ফেলে ইসরায়েলি জঙ্গিবিমান। নিহত হন ২৮ বছর বয়সী গৃহকর্তা, তার ২৬ বছর বয়সী স্ত্রী এবং তিন ও চার বছর বয়সী দুই পুত্র সন্তান। এছাড়া হামলায় গৃহকর্তার ৪৫ বছর বয়সী খালাও নিহত হন।
শনিবার সকালে গাজার বিভিন্ন বেসামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এ সময় গাজার বিভিন্ন স্থানে ২০টি টার্গেটে হামলা চালানো হয় বলে জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। এসব হামলায় প্রাণ হারান মোট সাতজন। এছাড়া গাজা থেকে ছোড়া তিনটি রকেট আঘাত হানে দক্ষিণ ইসরায়েলে।
গত মঙ্গলবার ইসরায়েল ও হামাসের মধ্যে মিশরীয় মধ্যস্থতায় যুদ্ধবিরতির আলোচনা ভেঙ্গে যাওয়ার পর এ পর্যন্ত গাজায় ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৮১ ফিলিস্তিনি।
এদিকে ইসরায়েলি হামলার প্রতিবাদে এবং মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন ফিলিস্তিনি কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তার প্রতিবাদে বিক্ষোভ দেখানোর সময় পশ্চিমতীরের হেবরন শহরে নিরাপত্তাকর্মীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে ফিলিস্তিনিরা।
বিক্ষোভকারীরা ইসরায়েলি আগ্রাসন ও আব্বাসের নেতৃত্বাধীন ফিলিস্তিনি কর্তৃপক্ষের বিরুদ্ধে স্লোগান দেয়। ইসরায়েলি সামরিক বাহিনীর সঙ্গে ফিলিস্তিনি কর্তৃপক্ষের আতাঁতের অভিযোগ করেন তারা। একই ধরনের বিক্ষোভ হয়েছে পশ্চিম তীরের বেথেলহেম ও রামাল্লাহ শহরে।
সর্বশেষ তথ্য অনুযায়ী গত ৮ জুলাই থেকে শুরু হওয়া গাজায় ইসরায়েলি আগ্রাসনে এ পর্যন্ত প্রাণ হারিয়েছে ২ হাজার ৯২ জন ফিলিস্তিনি। জাতিসংঘ জানিয়েছে নিহতদের মধ্যে শিশু ৪৭৮ জন, তাদের মধ্যে ৩২০ জনের বয়স ১২ বছরের নিচে।
অপরদিকে ইসরায়েলি পক্ষে নিহত হয়েছে ৬৮ জন। তাদের মধ্যে ৬৪ জনই সামরিক বাহিনীর সদস্য।
Highlights
ইউক্রেনের পূর্বাঞ্চলে রাশিয়ার হামলা, নিহত ৮
Highlights
মার্কিন ড্রোন ভূপাতিত করে পুরস্কার পেলেন রাশিয়ান পাইলটরা
Highlights
সব ডিভাইসে টিকটক নিষিদ্ধ করল কানাডা
-
আন্তর্জাতিক8 years ago
গ্রিস প্রধানমন্ত্রীর পদত্যাগের ঘোষণা
-
আন্তর্জাতিক8 years ago
যুক্তরাষ্ট্রে দুটি বিমানের সংঘর্ষে ৪ জনের মৃত্যু
-
স্বাস্থ্য7 years ago
গলা ব্যথার কারণ ও চিকিৎসা
-
দেশজুড়ে8 years ago
আজ চন্দ্র গ্রহন সন্ধা ৬টা ১২ মিনিট থেকে রাত ৮ টা ৫৯ মিনিট পর্যন্ত
-
বিবিধ9 years ago
আর অটো রিক্সা নয় এবার অবিশ্বাস্য কম দামের গাড়ি!
-
জাতীয়7 years ago
আন্তর্জাতিক নারী দিবস আজ
-
জাতীয়8 years ago
স্বাধীনতা যুদ্ধের পটভূমি ও মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা
-
ফিচার8 years ago
বাংলাদেশের ৬৪ জেলার নামকরণের ইতিহাস