আন্তর্জাতিক

ইসরায়েলি মিসাইল হামলায় গাজায় চারজন শিশু সহ ১৫ জন নিহত

Published

on

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসনের ৪৫তম দিনে বৃহস্পতিবার হামাসের তিন শীর্ষ নেতাসহ অন্তত ১৫ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে চারজন শিশুও ছিল।

জরুরি উদ্ধার কর্তৃপক্ষের মুখপাত্র আশরাফ আল কুদরা‘র উদ্ধৃতি দিয়ে বৃহস্পতিবার আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানায়, গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফায় ইসরায়েলি মিসাইল হামলায় হামাসের সামরিক শাখা আল-কাসাম ব্রিগেডের শীর্ষ তিন নেতাসহ ১৫ জন নিহত হন। মিসাইলের আঘাতে একটি চারতলা বাড়ি গুড়িয়ে যায়।  

হামাসের পক্ষ থেকে নিহত তিন নেতার পরিচয় নিশ্চিত করে বলা হয়, ইসরায়েলি আগ্রাসী বাহিনীর হামলা যোদ্ধা মোহাম্মদ আবু শামালা, মোহাম্মদ বারহুম এবং রায়েদ আল-আত্তার প্রাণ হারিয়েছেন।

এ হামলার পর ইসরায়েলের সঙ্গে হামাসের সমঝোতার সম্ভাবনা আরও বেশি ক্ষীণ হয়ে  গেল বলে মনে করছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো।

গত ৮ জুলাই থেকে শুরু হওয়া এ ইসরায়েরি আগ্রাসনে এখন পর্যন্ত ২ হাজার ১০৩ জন ফিলিস্তিনি এবং ৬৭ জন ইসরায়েলি নিহত হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version