Connecting You with the Truth

ইসরায়েলের দফায় দফায় হামলায় এক নারীসহ তিন ফিলিস্তিনি নিহত

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল কেদরার উদ্ধৃতি দিয়ে মেনা বার্তা সংস্থা বলেছে, ইসরায়েলের দফায় দফায় হামলায় এক নারীসহ তিন ফিলিস্তিনি নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে।

এসব হামলায় আরো ক্ষতিগ্রস্ত হয়েছে দুটো মসজিদ এবং আরো বেশকিছু বাড়িঘর।

গাজার দক্ষিণাঞ্চলীয় জয়তুন এলাকায় একটি মসজিদ ধ্বংস করেছে ইসরায়েলি বাহিনী। তারা আশেপাশের কয়েকটি বাড়িও ধ্বংস করে। স্থানীয় কয়েকটি সূত্র একথা জানিয়েছে।

গাজার উত্তরাঞ্চলে একটি মসজিদে গোলা হামলায় ৭ জন আহতও হয়। ফাল্লুজায় একটি বাড়িতে গোলা হামলায় ১২ ফিলিস্তিনি আহত হয়। বাড়িটি পুরোপুরি ধ্বংস হয়ে যায়।

এর আগে রোববার ইসরায়েলের বিমান হামলায় গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফায় একটি ছয়তলা ভবন এবং বিপণীবিতান ধ্বংস হয়। তাছাড়া, গাজার আল জাফর টাওয়ারে হামলা চালিয়ে প্রথম ১৩ তলা একটি ভবন ধ্বংস করে ইসরায়েল।

Comments
Loading...