Connecting You with the Truth

ইসলামিক স্টেট (আইএস) নিয়ে আশঙ্কা প্রকাশ ব্রিটেনের প্রধানমন্ত্রী ক্যামেরনের

CameronISIS_3008625b

আন্তর্জাতিক ডেস্ক

ঠিক সময়ে কার্যকর পদক্ষেপ নেওয়া না গেলে ইরাক-সিরিয়া অঞ্চলের সুন্নি সম্প্রদায়পন্থি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) ব্রিটেনের জন্যও হুমকি হয়ে উঠতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন।

রোববার প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফে প্রকাশিত এক মন্তব্য প্রতিবেদনে তিনি এ আশঙ্কা প্রকাশ করেন।

তিনি বলেন, ইরাকের জন্য শুধু মানবিক সহায়তা নয়। আইএস মোকাবেলায় আমাদের নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে হবে।

আইএস মোকাবেলায় বিশ্ব সম্প্রদায়কে এগিয়ে আসারও আহ্বান জানান ক্যামেরন।

ইরাকের উত্তরাঞ্চল ও সিরিয়ার কিছু অঞ্চল নিয়ে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে যুদ্ধ করছে সুন্নি সম্প্রদায়পন্থিরা। তবে, স্বায়ত্ত্বশাসিত কুর্দিস্তানের নিরাপত্তা বাহিনী ও যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বের বিমান হামলায় তাদের ততপরতা খানিকটা ব্যাহত হয়ে পড়েছে।

Comments
Loading...