Connecting You with the Truth

ইয়েমেনে সৌদি জোটের বিমান হামলায় নিহত ৬৫

yemenইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন যৌথবাহিনীর বিমান হামলায় অন্তত ৬৫ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও অনেকে। শুক্রবার ইয়েমেনের তাইজ শহরে বিমান হামলার ঘটনাগুলো ঘটে। মানবাধিকার সংগঠনগুলো বলছে, হতাহতদের অর্ধেকের বেশি নারী ও শিশু।

তিয়াজ শহরে হুথি বিদ্রোহী ও সাবেক ইয়েমেনী প্রেসিডেন্ট আলি আব্দুল­াহ সালেহের অনুগত বাহিনীর সঙ্গে বর্তমান প্রেসিডেন্ট আব্দ-রাব্বু মনসুর হাদির অনুগত বাহিনী ও সৌদি নেতৃত্বাধীন যৌথবাহিনীর লড়াই চলছে।

শিয়াপন্থি হুথি বিদ্রোহীদের দমনে ও ইয়েমেন থেকে বহিষ্কৃত প্রেসিডেন্ট মনসুর হাদির সরকারকে পুনঃপ্রতিষ্ঠিত করতে চলতি বছর মার্চ থেকে দেশটিতে সৌদি আরবের নেতৃত্বে উপসাগরীয় রাষ্ট্রগুলোর যৌথবাহিনী অভিযান শুরু করে।

জাতিসংঘ জানিয়েছে, চলমান দ্বদ্বে অন্তত ৪ হাজার ইয়েমেনীর মৃত্যু হয়েছে। এদের মধ্যে অর্ধেকেরও বেশি বেসামরিক মানুষ।

বাংলাদেশেরপত্র/এডি/আর

Comments
Loading...