ঈদে চামড়া পাচার রোধে ১৩টি চেকপয়েন্ট: ডিএমপি
আসন্ন ঈদুল আজহাতে চামড়া পাচার রোধে রাজধানীর বাইরে যেতে ১৩টি স্থানে চেকপয়েন্ট বসিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।বৃহস্পতিবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে ঈদুল আজহার নিরাপত্তা বিষয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।
তিনি বলেন, চমড়া পাচার রোধে ১৩টি বহির্গমনে চেকপোস্ট থাকবে। এসব চেকপোস্ট দিয়ে চামড়া বাইরে যেতে পারবে না। কেবল আমিনবাজারে বাধা দেয়া হবে না। হেমায়েতপুরে হাট আছে, সেখানে চেকপোস্ট বসিয়ে চেক করা হবে। কোরবানির ঈদে মৌসুমি চামড়া ব্যবসায়ীরা সিন্ডিকেটের মাধ্যমে কম দামে চামড়া কেনে। অন্যদিকে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক থাকবে।
ডিএমপি কমিশনার বলেন, চকবাজার ও হাজারীবাগে চামড়া ব্যবসায়ীরা যাতে চাঁদাবাজি করতে না পারে, সেজন্য পুলিশের ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।
বাংলাদেশেরপত্র/এডি/আর