Connecting You with the Truth

ঈদে ‘হিটম্যান’ ও শাকিব

hitman_bg_890696971
রঙ্গমঞ্চ ডেস্ক:
ঈদ উৎসবে শাকিব খানকে ছাড়া বড় পর্দার কথা ভাবা যায়! কিন্তু এবারের কোরবানি ঈদে তার কোনো ছবি মুক্তি পাবে কি-না তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছিলো। অবশেষে মেঘ কেটেছে। ঈদে জনপ্রিয় এই অভিনেতার ‘হিটম্যান’ ছবিটি মুক্তি পেতে যাচ্ছে। তথ্যটি নিশ্চিত করেছেন পরিচালক ওয়াজেদ আলী সুমন। শাকিবকে নিয়ে তিনি এখন ব্যাংককে এ ছবিরই একটি গানের কাজ করছেন। সেখান থেকে পরিচালক সুমন বলেন, ‘ছবিটি মুক্তির প্রস্তুতি শুরু হয়েছে। ঢাকায় ফিরে এটি ছাড়পত্রের জন্য সেন্সরে জমা দেবো। প্রায় দেড়শ প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে ছবিটি। এক সপ্তাহের মধ্যে ‘হিটম্যান’ এর ট্রেলার ও গান উন্মুক্ত হবে ইন্টারনেটে।’ দেড় কোটি টাকা বাজেটের ছবিটি প্রযোজনা করেছেন মো. জাহাঙ্গীর আলম। পরিবেশনায় সজিব ফিল্মস। ছবিটিতে শাকিবের সহশিল্পী অপু বিশ্বাস। এদিকে শাকিব অভিনীত ‘শোধ’ এর নাম পাল্টে রাখা হয়েছে ‘সেরা নায়ক’। ওয়াকিল আহমেদ পরিচালিত এ ছবিটিও ঈদে মুক্তি দেওয়ার প্রস্তুতি চলছে। ‘সেরা নায়ক’ ছবিতেও শাকিবের সহশিল্পী অপু বিশ্বাস।

Comments
Loading...