Connecting You with the Truth

উইলিয়ামসনের আরেকটি অ্যাওয়ার্ড

স্পোর্টস ডেস্ক:
নিউজিল্যান্ডের তারকা ব্যাটসম্যান কেন উইলিয়ামসন আরেকটি অ্যাওয়ার্ড জিতলেন। দেশটির ক্রিকেট প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের ভোটে বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন এই কিউই ব্যাটসম্যান। চতুর্থ বছরের মতো এই অ্যাওয়ার্ডটি দেয়া হচ্ছে। টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টিতে বছর জুড়ে সেরা পারফরমেন্স করা তারকাকে এই পুরস্কার দেয়া হয়। খেলোয়াড়, কোচিং স্টাফ ও অফিসিয়ালরা প্রতি মাসে সেরা পারফর্মারকে ভোট দেন। এই ভোটাভুটির ভিত্তিতে বছর শেষে সেরা খেলোয়াড় নির্বাচন করা হয়। এর আগে সপ্তাহের শুরুতে ওয়ানডে, টেস্ট ও টি-টোয়েন্টি- তিন ফরম্যাটেরই বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেন কেন উইলিয়ামসন।

Comments
Loading...