Connecting You with the Truth

উত্তরবঙ্গ আর পিছিয়ে থাকবে না, আমি এগিয়ে নিতে চাই-জয়

Capture

লিটন, পীরগঞ্জ(রংপুর) প্রতিনিধি:  তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা পীরগঞ্জের কৃতি সন্তান সজীব ওয়াজেদ জয় বলেছেন, আপনারাতো আমার বাড়ির মানুষ। উত্তরবঙ্গ সব সময় পিছিয়ে থাকে, আর থাকবে না।  আমি উত্তরবঙ্গকে(রংপুর অঞ্চল) এগিয়ে নিতে চাই । এর মধ্যে পীরগঞ্জ থাকবে। কারন পীরগঞ্জে আমার বাড়ি। বৃহস্পতিবার সকাল ১১টায় ন্যাশনাল আইসিটি ইনফ্রা-নেটওয়ার্ক ফর বাংলাদেশ গভা: ফেস-২ আওতায় সারা দেশে ট্যাবলেট পিসি বিতরন কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে রংপুরের পীরগঞ্জ উপজেলা প্রশাসনের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মতবিনিময় সভায় জয় এসব কথা বলেন। এ কার্যক্রমের আওতায় সারা দেশে ২৫ হাজার ট্যাব বিতরন কর্মসুচির অংশ হিসেবে বৃহস্পতিবার পীরগঞ্জ উপজেলায় ৩১ টিসহ ১৮ হাজার ১৩২ টি ট্যাব বিতরন করা হয়। এ সময় পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এটিএম জিয়াউল ইসলাম,উপজেলা প্যানেল চেয়ারম্যান মোনায়েম সরকার মানু, মহিলা ভাইস চেয়ারম্যান হাবিবা বেগম মিথি , উপজেলা প্রকৌশলী মজিবর রহমান, প্রাণী সম্পদ অফিসার ডা: মাসুদার রহমান, উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা: আফরোজা বেগম,কৃষি অফিসার সমীর চন্দ্র ঘোষ,উপজেলা আ’লীগ সহ-সভাপতি- অধ্যাপক সাইফুল নেওয়াজ সাকিল,আনওয়ারুল ইসলাম মান্নু, আলহাজ্ব মকবুল হোসেন সর্দার, সাধারন সম্পাদক-তাজিমুল ইসলাম শামীম, মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মমিন আকন্দ,সাবেক ছাত্র নেতা নজরুল সর্দার পীরগঞ্জ প্রেসক্লাব সভাপতি-সরওয়ার জাহান সাংবাদিক সর্দার নুরুন্নবী রবু জনপ্রতিনিধি বিভিন্ন সরকারী কর্মকর্তা,রাজনৈতিক সামাজিক সংগঠন ও সুশিল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Comments
Loading...