Connecting You with the Truth

উত্তর ইরাকে জাতিসংঘের বড় ধরনের ত্রাণ তৎপরতা

তুরস্ক, জর্ডান, সংযুক্ত আরব আমিরাত এবং ইরানের মধ্য দিয়ে বিমানে করে, সড়কপথে, গাড়িবহরে করে এবং জাহাজে করে এ সহায়তা পাঠানো হবে।

মসুল বাঁধের কাছ থেকে বিবিসি’র এক সংবাদদাতা বলেছেন, কুর্দি ও ইরাকি বাহিনী ইসলামিক স্টেটের (আইএস) এর কাছ থেকে এ বাঁধ পুনর্দখল করেছে।

সম্প্রতি কয়েকসপ্তাহে আইএস বাহিনী ইরাকের উত্তরাঞ্চলে বিশাল এলাকা দখল করে নিয়েছে।

জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি বলেছে, কেবল গত দু’সপ্তাহেই তারা বাস্তুচ্যুত ১০ লাখেরও বেশি মানুষের খাবার বিতরণ করেছে। বাড়তে থাকা মানবিক সঙ্কট সামাল দিতে ত্রাণের প্যাকেজে তাঁবু ও অন্যান্য জিনিসও সরবরাহ করা হবে।

এ সপ্তাহান্তে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ ইরাকের উত্তরাঞ্চলে সংখ্যালঘু ইয়াজিদি শরণার্থীদের জন্য ত্রাণ তৎপরতা জোরদার করেছে।

ইউনিসেফের প্রতিনিধি মারজিও ব্যাবিল বিবিসি’কে বলেছেন, গত ৫০ বছরে তিনি এত বড় মানবিক ত্রাণ তৎপরতা দেখেননি।

Comments
Loading...