Connecting You with the Truth

উত্তর কোরিয়ার ওপর যুক্তরাষ্টের নতুন নিষেধাজ্ঞা

_80031517_80031512আন্তর্জাতিক ডেস্ক:

বহুজাতিক কোম্পানি সনি পিকচার্স এন্টারটেনমেন্টের কম্পিউটার সিস্টেম হ্যাকড করায় উত্তর কোরিয়ার ওপর নতুন করে নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় শুক্রবার (০২ জানুয়ারি) মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এ সংক্রান্ত একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন। নির্বাহী আদেশে উত্তর কোরিয়ার তিনটি প্রতিষ্ঠান ও ১০জন ব্যক্তির ওপর এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়। হোয়াইট হাউজ বলছে, উত্তর কোরিয়ার উস্কানিমূলক, হিংসাত্মক এবং আক্রমণাত্মক  কর্মকাণ্ডের কারণে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।  এরই মধ্যে উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচির ওপর মার্কিন নিষেধাজ্ঞা রয়েছে বলে জানানো হয়। যুক্তরাষ্ট্রের কোনো বহুজাতিক কোম্পানির সাইটে সাইবার আক্রমণের ঘটনায় এটাই প্রথম নিষেধাজ্ঞা। এদিকে নিষেধাজ্ঞার বিষয়ে উত্তর কোরিয়ার এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে হত্যা চেষ্টার গল্প নিয়ে একটি কমেডি সিনেমা তৈরি করে মার্কিন প্রতিষ্ঠান সনি পিকচার্স এন্টারটেইনমেন্ট। ‘দ্য ইন্টারভিউ’ নামের এই ছবিটি ডিসেম্বরে মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু গত বছরের নভেম্বরে বড় ধরনের সাইবার আক্রমনের শিকার হয় সনি পিকচার্স। এঘটনায় ঘোষিত তারিখে ছবি মুক্তি দেওয়ার সিদ্ধান্ত থেকে ফিরে আসে নির্মাতা প্রতিষ্ঠান সনি। সাইবার আক্রমনের পর থেকেই উত্তর কোরিয়াকে দায়ী করে আসছে যুক্তরাষ্ট্র। তবে শুরু থেকেই এ অভিযোগ অস্বীকার করছে উত্তর কোরিয়া।

 

Comments
Loading...