Connecting You with the Truth

উত্তেজনার মধ্যেই রাশিয়া সীমান্তে মার্কিন সেনা ও যুদ্ধযান মহড়া

Estonia_Narva_3211103cআন্তর্জাতিক ডেস্ক:

রাশিয়া সীমান্তে সামরিক মহড়ায় অংশ নিতে বহুসংখ্যক যুদ্ধযান পাঠিয়েছে আমেরিকা। ইউক্রেন ইস্যুতে যখন আমেরিকা ও ইউরোপের সঙ্গে রাশিয়ার প্রচণ্ড রকমের টানাপড়েন চলছে তখন এ পদক্ষেপ নিল মার্কিন সরকার। ওয়াশিংটন পোস্টের বরাত দিয়ে ইরানের প্রেস টিভি জানিয়েছে, এস্তোনিয়ার নারাভা শহরের রাস্তায় সামরিক কুচকাওয়াজে মঙ্গলবার বেশকিছু মার্কিন সেনা ও সামরিক যানকে অংশ নিতে দেখা গেছে। কুচকাওয়াজে এস্তোনিয়ার ১,৩০০ সেনা অংশ নেয়। এস্তোনিয়ার নারাভা শহর এবং রাশিয়া একটি নদী দিয়ে বিভক্ত এবং শহরের অধিবাসীদের বেশিরভাগই রুশ ভাষাভাষি। গত বছরের এপ্রিল মাস থেকে ইউক্রেনে রুশপন্থী গেরিলাদের সঙ্গে সরকারি সেনাদের লড়াই চলছে। আমেরিকা বার বার অভিযোগ করছে রাশিয়া গেরিলাদেরকে সামরিক সহায়তা দিচ্ছে। তবে মস্কো এ অভিযোগ সবসময় অস্বীকার করে আসছে। এ নিয়ে আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে রাশিয়ার মারাত্মক দ্বন্দ্ব দেখা দিয়েছে। এমন উত্তেজনার মাঝে আমেরিকা ন্যাটোর আড়ালে রাশিয়ার সীমান্তে বহু সেনা ও সামরিক সরঞ্জাম মোতায়েন করেছে।

Comments
Loading...