Connecting You with the Truth

উদ্বিগ্ন হননি মাইকেল ক্লার্ক

s-7
স্পোর্টস ডেস্ক:
একের পর এক চোট বিপর্যস্ত করে তুলেছে অলরাউন্ডার শেষ ওয়াটসনকে। জিম্বাবুয়েতে ত্রিদেশীয় সিরিজে খেলতে পারেননি। চোটের কারণে খেলতে পারবেন না সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তান সিরিজেও। দীর্ঘ দুই বছর ধরে ওয়াটসনকে যুদ্ধ করতে হচ্ছে চোটের সঙ্গে। তার জায়গায় দলে অন্তর্ভুক্ত করা হয়েছে তরুণ অলরাউন্ডার ২২ বছর বয়সী মিচেল মার্শকে। তাহলে কি ওয়াটসনের টেস্ট ক্যারিয়ারের যবনিকা হতে চলল? এমনটা বিশ্বাস করেন না অসি দলপতি মাইকেল ক্লার্ক। তার মতে, নিয়মিত চোটে পড়ায় টেস্ট ক্রিকেটে অনিয়মিত হয়ে পড়েছেন ওয়াটসন। ‘ আমি মনে করি ও অস্ট্রেলিয়া দলের গুরুত্বপূর্ণ অংশ। তার সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ফিট থাকা। ওয়াটসনের বলে ভালো পেস আছে। ও যদি ফিট হয় এবং স্বাস্থ্যগত সমস্যা না থাকে তাহলে অস্ট্রেলিয়ার হয়ে আরো টেস্ট, ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলতে পারবে।’ সমস্যা হলো ওয়াটসনের জায়গায় যিনি এসেছেন সেই মার্শ চমৎকার পারফর্ম করে যাচ্ছেন। সম্প্রতি অস্ট্রেলিয়া ‘এ’দলের হয়ে দুটি সেঞ্চুরি করেছেন। জিম্বাবুয়েতে ত্রিদেশীয় সিরিজেও ছিলেন দারুণ ফর্মে। তাই ওয়াটসনের জায়গায় মার্শকে বেছে নিতে নির্বাচকদের কোনো সমস্যাই হয়নি।

Comments
Loading...