উদ্বোধন হল মৈত্রী এক্সপ্রেস ট্রেনের ট্রিপের সংখ্যা বাড়লো
স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ ও ভারতের মধ্যে চলাচলকারী মৈত্রী এক্সপ্রেস ট্রেনের ট্রিপের সংখ্যা বেড়েছে। এখন থেকে সপ্তাহে চারদিনের পরিবর্তে ছয়দিন চলাচল করবে মৈত্রী ট্রেন। সোমবার সকালে রেলমন্ত্রী মো. মুজিবুল হক ঢাকা ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনে মৈত্রী এক্সপ্রেসের বর্ধিত ট্রিপের উদ্বোধন করেন। মন্ত্রী বলেন, চাহিদার বেড়ে যাওয়ায় উভয় দেশের সম্মতিতে সপ্তাহে চারদিনের পরিবর্তে ছয়দিনই চলাচল করবে মৈত্রী ট্রেন। “এতে আরামে ও নিরাপদে যাত্রী সাধারণ দু’দেশের মধ্যে চলাচল করতে পারবে।” এখন থেকে মৈত্রী এক্সপ্রেস বাংলাদেশ থেকে ছাড়বে শুক্রবার, বুধবার ও সোমবার। আর কলকাতা থেকে ছাড়বে শনিবার, মঙ্গলবার ও রবিবার। বৃহস্পতিবার মৈত্রী এক্সপ্রেসের যাতায়াত বন্ধ থাকবে বলেও জানান তিনি। গত অক্টোবরে কোলকাতায় দু’দেশের রেলওয়ের মধ্যে অনুষ্ঠিত এক সভায় মৈত্রী এক্সপ্রেসের অতিরিক্ত একটি রাউন্ড ট্রিপ বাড়ানোর সিদ্ধান্ত গৃহীত হয়। আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্ত অনুযায়ী, ৪ জানুয়ারী রোববার ভারত থেকে মৈত্রী এক্সপ্রেসের ট্রেনের বাড়তি ট্রিপ চালু করা হয় এবং সোমবার বাংলাদেশ অংশে এর উদ্বোধন হলো। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে রেলপথ সচিব মো. মনসুর আলী সিকদার ও রেলওয়ের নতুন মহাপরিচালক মো. আমজাদ হোসেনসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।